Weather Today: কালীপুজোর আগেই শীতের পরশ? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Weather Alert: চলতি সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?
সঞ্চয়ন মিত্র, কলকাতা: রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Garderns) মহারণ। বিশ্বকাপের (World Cup) ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত (India) এবং দক্ষিণ আফ্রিকা (South Africa)। তার আগে খুশির খবর শোনাল আবহাওয়া দফতর। কলকাতায় (Kolkata) আকাশ আংশিক মেঘলা থাকলেও, বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার থেকে আরও নামবে পারদ।
চলতি সপ্তাহেই শীতের (Winter) আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী ৩-৪ দিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০-২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নামতে পারে বুধবারের মধ্যে। সব মিলিয়ে হেমন্তের শেষে শীতের কড়া নাড়া টের পাবে বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে কালীপুজোর আগেই ফিরতে পারে শীতের আমেজ। তার আগে পুবালি হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে রাজ্যে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল পর্যন্ত চলবে এই পরিস্থিতি। আজ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালও হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হলেও, শীতের আমেজ অনেকটাই বেড়েছে। সোমবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে। উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। মঙ্গলবার থেকে ক্রমশ নিম্নমুখী হবে পারদ।
আরও পড়ুন, আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় স্থান ভারতের দুই শহরের! কলকাতা কত নম্বরে?
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটা বেড়েছে। দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি আগামী ২৪ ঘন্টায়। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আর কোন জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশ। সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ। আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।