Weather Update: তীব্র দহনে পুড়ছে বাংলা, কাল থেকে এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা
West Bengal Weather: এপ্রিলের শেষ লগ্নে চড়ছে পারদ। ক্রমেই বাড়ছে অস্বস্তি। এরইমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা।

কলকাতা: বৈশাখের শুরুতে তীব্র দহনে পুড়ছে বাংলা (Weather Update)। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে পারদ।
আবহাওয়ার আপডেট: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী ২ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
Heat Wave condition likely over some districts of South Bengal from 23rd April, 2025 pic.twitter.com/mfsaYO5tv1
— IMD Kolkata (@ImdKolkata) April 22, 2025
দক্ষিণবঙ্গের আবহাওয়া
২৩.০৪.২৫: বুধবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছবে ৪০ ডিগ্রি বা তার উপরে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। রাতেও থাকবে উষ্ণ আবহাওয়া। বাকি জেলাগুলিতে প্রবল গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
২৪.০৪.২৫: সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছবে ৪০ ডিগ্রি বা তার উপরে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা পারদ ছোঁবে ৪০ ডিগ্রি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরমে নাজেহাল হওয়ার মতো পরিস্থিতি হবে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
২৫.০৪.২৫: তাপমাত্রা হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবারও। তাপমাত্রার পারদ পৌঁছবে ৪০ ডিগ্রি বা তার উপরে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে প্রবল গরম। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
২৬.০৪.২৫: পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৪০ ডিগ্রি বা তার আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রবল গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া: মালাদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী ৩ দিনে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারপর তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।























