Weather Update: কাল থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, আবারও সেই ভ্যাপসা গরম কলকাতায়?
শনিবার গ্রাম বাংলার ভোট। রাজ্যে একদফায় হবে ভোটগ্রহণ। কিন্তু ভোটের দিন কি চাঁদিফাটা রোদ্দুর থাকবে? নাকি মুষলধারে বৃষ্টি? ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা: ভোটের দিন দক্ষিণবঙ্গ অল্প স্বল্প ভিজলেও, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম দিকের জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি কিছুটা কমবে।
অন্যদিকে উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমবে।
আগামী শনিবার গ্রাম বাংলার ভোট। রাজ্যে একদফায় হবে ভোটগ্রহণ। কিন্তু ভোটের দিন কি চাঁদিফাটা রোদ্দুর থাকবে? নাকি মুষলধারে বৃষ্টি? ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? তার ওপর অনেকটাই নির্ভর করছে ভোট দানের হার। তবে ইতিমধ্যেই এই দুশ্চিন্তার মধ্যেই আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
সূত্রের খবর, ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার।
আবহাওয়া দফতর সূত্রে খবর,শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। রাজ্য রাজনীতি যখন টগবগ করে ফুটছে তখন দক্ষিণবঙ্গে কিছুটা কমছে তাপমাত্রা কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৮ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial






















