Purba and Paschim Burdwan Weather : উৎসবের আবহে আজ থেকেই কি বৃষ্টি দুই বর্ধমানে ?
Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
সেই লক্ষ্যেই এই দুই জেলার (Two Districts) দৈনন্দিন আবহাওয়ার আপডেট (Daily Weather Update) দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
আরও পড়ুন ; পুজোতেও কি বৃষ্টির দেখা মিলবে? কেমন থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের আবহাওয়া?
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্র- ৩২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি- মেঘলা আকাশ
বাতাস- ৯ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা - ৭৪ শতাংশ
সূর্যোদয়- ৫টা ২৯ মিনিটে
সূর্যাস্ত- ৫টা ২৮ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ২৭ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২ কিমি।
বঙ্গের আবহাওয়া-
ষষ্ঠী থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমী থেকে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি চলবে দশমী পর্যন্ত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
করোনা কাটিয়ে ২ বছর পর জেলায় জেলায় জাঁকজমকভাবে পালিত হচ্ছে দুর্গাপুজো। মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। তবে পুজোর আনন্দের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে ১ অক্টোবর ষষ্ঠীর দিন থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর আরও বাড়তে পারে বৃষ্টি। সপ্তমীতে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তমীর দিন থেকে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অষ্ঠমী, নবমী, দশমীতেও রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।