Purba and Paschim Burdwan Weather: ঘূর্ণিঝড়ের আগে ফের চড়ল পারদ, আজ কেমন আবহাওয়া দুই বর্ধমানে ?
Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)-৩৯ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৫ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- পরিষ্কার আকাশ
বাতাস- ১১ কিমি/ঘণ্টা
আর্দ্রতা - ৪৯ শতাংশ
সূর্যোদয়- সকাল ৪ টা ৫৮ মিনিট
সূর্যাস্ত- ৬টা ১২ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্রা- ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮ কিলোমিটার।
বঙ্গের আবহাওয়া-
আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার মতিগতি বুঝে ওঠা দায়। যে কোনও মুহূর্তে তা বদলাতে পারে। তাই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা ও লালবাজার। ২৪ ঘণ্টা খোলা কলকাতা পুরসভার কন্ট্রোলরুম।
অপরদিকে, ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মোকা-র পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার কলকাতায় পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি।
মোকা-র (Mocha) পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা। মঙ্গল ও বুধবার কলকাতায় পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। ৪০ ডিগ্রি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের তাপমাত্রা। যদিও বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে, এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
আরও পড়ুন ; গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
আরও পড়ুন, ডায়াবেটিসে গাজর খাওয়া উচিত নয় কেন ?
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। অন্যদিকে, মোকা-র প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মৎস্যজীবীদের এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।