Weather Update: উত্তর এখনও ভাসবে! দক্ষিণ থেকে আপাতত মুখ ফেরাল বৃষ্টি? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?
Weather Forecast: রাজ্যে বর্ষা এলেও এখনও মুষলধারা দেখেনি দক্ষিণবঙ্গ। উত্তরে বৃষ্টি যখন উদ্বেগ বাড়াচ্ছে, তখনই দক্ষিণবঙ্গে উল্টো ছবি
কলকাতা: রাজ্যে বর্ষা ঢুকে গিয়েছে। দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি এখনও দেখা যায়নি। কিন্তু উত্তরবঙ্গে পরিস্থিতি ঠিক উল্টো। যা পরিস্থিতি, তাতে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির বিপদ কাটছে না।
মঙ্গলবারের পূর্বাভাস:
২৫ জুন- মঙ্গলবার- জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার এক-দুই জায়গায় কমলা সতর্কতা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এখানে।
কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক-দুই জায়গায় হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে।
বুধবারের পূর্বাভাস:
২৬ জুন- বুধবার- জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার এবং শুক্রবারও এই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে।
Special Bulletin - 1
— IMD Kolkata (@ImdKolkata) June 24, 2024
Heavy to very heavy rainfall over North Bengal. pic.twitter.com/qTt6yXqtHU
দক্ষিণবঙ্গ কী অবস্থা?
দক্ষিণবঙ্গের বড় অংশের জন্য়ই বৃষ্টির আশা দেখাতে পারেনি আবহাওয়া দফতর।
২৫ জুন, মঙ্গলবার- মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুত-এর পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। অন্যদিকে কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর শুকনো থাকবে সব।
Weather Warning for WEST BENGAL. Date: 24-06-2024. pic.twitter.com/UZzjPdHAm9
— IMD Kolkata (@ImdKolkata) June 24, 2024
বুধবারও প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবারও প্রায় একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়ার প্রভাব সবজির বাজারে:
একে তীব্র গরম, তার ওপর বৃষ্টি নেই। দুইয়ে মিলে আগুন লাগিয়েছে সবজিতে। বেশিরভাগ সবজির দামই সেঞ্চুরি পার করেছে। মাছের দামও আকাশ ছোঁয়া। রোজকার পাতে একটু মাছ আর সবজির জন্য ঘাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, প্রচন্ড গরমে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে সবজির দাম আকাশ ছুঁয়েছে। গরমে বাজারে আসার আগেই নষ্ট হয়ে যাচ্ছে মাছ, ডিম তাই সেখানে হাত দিলেও ছ্যাঁকা লাগছে। (Weather in West Bengal )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?