Weather Update: উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্তের জের, আজও ভারী বৃষ্টির সতর্কতা
Rain Forecast: শনিবার পর্যন্ত, বঙ্গোপসাগর উত্তাল থাকায়, বাংলা-ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও।

কলকাতা: শুক্রবারের সকালেও মেঘলা আকাশ। গতকাল থেকেই কলকাতায় বৃষ্টি চলছেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তৈরি ঘূর্ণাবর্তের জেরে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত, বঙ্গোপসাগর উত্তাল থাকায়, বাংলা-ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে।
শনিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। এই তিন জেলা ছা্ড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে।
রবিবার মুর্শিদাবাদ জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টি হতে পারে।
সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উপকূলের যেমন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া:
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।
শনিবার উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে।
রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোনও কোনও জায়গায় হতে পারে।






















