![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Weather Update: উত্তর থেকে দক্ষিণে প্রবল বর্ষণের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা উপকূলের জেলায়
Monsoon Forecast: শ্রাবণ শেষে আকাশ কালো করে বৃষ্টি। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্য়ের বিভিন্ন অংশে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
![Weather Update: উত্তর থেকে দক্ষিণে প্রবল বর্ষণের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা উপকূলের জেলায় Weather Update Monsoon rain will increase South Bengal and North Bengal Weather Update: উত্তর থেকে দক্ষিণে প্রবল বর্ষণের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা উপকূলের জেলায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/535853b240dda7be3bd987bea1b9f91d169210099745051_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain Forecast) পরিমাণ বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (Sসব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। অন্য়দিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department)।
কেমন থাকবে আবহাওয়া?
শ্রাবণ শেষে আকাশ কালো করে বৃষ্টি। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্য়ের বিভিন্ন অংশে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবারের পূর্বাভাসে জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের (North Bengal) উপরের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা -
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
15-Aug | 26.0 | 31.0 | ![]() |
Generally cloudy sky with a few spells of rain or thundershowers |
16-Aug | 26.0 | 30.0 | ![]() |
Generally cloudy sky with a few spells of rain or thundershowers |
17-Aug | 26.0 | 31.0 | ![]() |
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers |
18-Aug | 27.0 | 33.0 | ![]() |
NA |
19-Aug | 28.0 | 33.0 | ![]() |
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
20-Aug | 28.0 | 33.0 | ![]() |
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
কলকাতার আবহাওয়া কেমন?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্তটি ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে সরবে। হিমালয় সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামী দুদিন বৃষ্টি হলেও ঘাটতি কমার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতার ক্ষেত্রে বৃষ্টির ঘাটতি ৩৮ শতাংশ। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ২৮ শতাংশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)