Weather Update: ভাসছে দক্ষিণবঙ্গ, সকাল থেকে তুমুল বৃষ্টি; কবে হবে আবহাওয়ার উন্নতি?
Weather Forecast: লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী।
কলকাতা: ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গ। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায় (Kolkata Weather Update)। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিনভর দুর্যোগের পূর্বাভাস। যদিও এরইমধ্যে রয়েছে আশার খবর। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।
সকাল থেকে তুমুল বৃষ্টি: আশঙ্কা ছিল, সেই অনুযায়ী, প্রস্তুতিও ছিল প্রশাসনের। আবহবিদদের পূর্বাভাস মতো, মাঝ রাতে আছড়ে পড়ে দানা। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ওড়িশার ধামারার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় 'দানা'র সর্বোচ্চ গতিবেগ ছিল ১২০ কিমি। বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বাংলা। ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেলেও মাঝরাত থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুরু হয় ভারী বৃষ্টি। শুক্রবার ভোর থেকে লাগাতার বৃষ্টি হয় কলকাতাতেও। হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও, কলকাতায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যার ফলে শহরের বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। দিনভর দুর্যোগের মধ্যে বাসের সংখ্যা ছিল কম। সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। যদিও আগামীকাল থেকে আবহওয়া উন্নতির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
Severe Cyclonic storm “DANA” weakened into a Cyclonic storm over north coastal Odisha pic.twitter.com/moHfCEwzT0
— IMD Kolkata (@ImdKolkata) October 25, 2024
২৬.১০.২৪
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টি হবে। দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি ৫ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২৭.১০.২৪
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২৮.১০.২৪ ও ২৯.১০.২৪
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
৩০.১০.২৪ ও ৩১.১০.২৪
দক্ষিণবঙ্গের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫টি উপরের জায়গায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।