Weather: লক্ষ্মীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন কী বলছে আবহাওয়া দফতর
Weather Forecast: লক্ষ্মীপুজোর দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দেখে নিন একনজরে।
Weather Forecast: দুর্গাপুজোয় প্রায় সবদিনই বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী ব্রষ্টি যদিও দেখা যায়নি (Weather Forecast)। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (Weather Update)। আর সেই জন্যই লক্ষ্মী পুজোয় (Lakhsmi Puja) আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে লক্ষ্মী পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও কলকাতায় এক-দু'পশলা হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার বিভিন্ন অংশে। সেই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে যে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টি হলেও স্বস্তি পাওয়া যাবে না। ভ্যাপসা গুমোট গরম এবং হাঁসফাঁস অবস্থা বজায় থাকবে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ ৯ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকবে। সেই সঙ্গে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুজোয় যে বৃষ্টি হবে সেই আভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস মিলিয়ে পুজোর ক'দিন বৃষ্টি হয়েওছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবার লক্ষ্মী পুজোয় আবহাওয়া কেমন থাকে সেটাই এখন দেখার।
ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।