Kolkata Weather Update : ফের বৃষ্টির ভ্রূকুটি শহরে, কবে থেকে ভিজবে শহর ?
Kolkata Winter : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের বিদায় পর্যায়।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। শীতের আমেজ এখনও রাজ্য জুড়ে। এখনও বাতাসে হিমেল হাওয়ার পরশ। এই অবস্থায় ফের আবহাওয়ার পরিবর্তন। রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি।
শীত ( Kolkata Winter ) যাই-যাই করলেও বাতাসে হিমেল পরশ। ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature ) ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এরই মাঝে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন। রবি ও সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বসন্ত সমাগমের আগে উত্তুরে হাওয়ার দাপট কমছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে বৃষ্টি।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | Text |
---|---|---|---|
19-Feb | ১৬.0 | ২৮.0 | পরিষ্কার আকাশ |
20-Feb | ১৮.0 | ২৮.0 | পরিষ্কার আকাশ |
21-Feb | ১৭.0 | ২৯.0 | আংশিক মেঘলা আকাশ |
22-Feb | ১৮.0 | ২৮.0 | পরিষ্কার আকাশ |
23-Feb | ১৯.0 | ২৮.0 | পরিষ্কার আকাশ |
রবিবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। শুক্রবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি, উত্তুরে হাওয়ার দাপট কমছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা।