West Bengal Weather : এই মরসুমের আজ শীতলতম দিন, তাপমাত্রা একধাক্কায় বিশাল পতন
কলকাতায় পারদ নামল ১৭ ডিগ্রিতে।এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : শীত মানেই মায়াবী দৃশ্যপট৷ সকালে বালাপোষের আদুরে ছোঁয়া। সন্ধেয় সঙ্গী কফি কাপের ধোঁয়া। দুপুরে একমুঠো রোদ্দুর। সঙ্গী পিঠে-পুলি নলেনগুড়। সেই দিন এল বলে। রাজ্যজুড়ে জাঁকিয়ে বসতে চলেছে শীত। হালকা শীতের আমেজে ভাসছে তিলোত্তমা। এই মরসুমের আজ শীতলতম দিন।
- কলকাতায় পারদ নামল ১৭ ডিগ্রিতে।
- এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
- রাজ্য জুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে।
- শহর কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস :
Date Min Temp Max Temp Weather 23-Nov 18.0 29.0 Mainly Clear sky 24-Nov 18.0 29.0 Mainly Clear sky 25-Nov 17.0 29.0 Mainly Clear sky 26-Nov 17.0 28.0 Mainly Clear sky 27-Nov 18.0 28.0 Mainly Clear sky 28-Nov 18.0 28.0 Mainly Clear sky 29-Nov 19.0 29.0 Mainly Clear sky
সূত্র : https://city.imd.gov.in/
বৃহস্পতিবার 24 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি। শুক্রবার 25 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি।
গত কয়েক দিনে তাপমাত্রার পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে শিশু থেকে বয়স্কদের। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ।