Weather Update: স্বস্তির দিন শেষ রাজ্যবাসীর! ফের চড়বে তাপমাত্রার পারদ
Weather Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা চড়বে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: কয়েক দিনের স্বস্তির পর ফের রাজ্য়ে গরমের পূর্বাভাস (Weather Forecast)। আজ, মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। সপ্তাাহের শেষে ৩ থেকে ৫ ডিগ্রি চড়তে পারে পারদ।
রাজ্য়ে গরমের পূর্বাভাস: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা চড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ৪০ ডিগ্রি বা তার ওপরে উঠতে পারে পারদ। উপকূলের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সপ্তাহান্তে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। দুদিন কয়েকটি জেলার খুব কম জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি, ওপরের এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। গরম ও অস্বস্তি থাকবে মালদা ও দুই দিনাজপুরে।
আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়ার আপডেট | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
14-May | 27.0 | 36.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
15-May | 28.0 | 36.0 | Partly cloudy sky | |
16-May | 28.0 | 37.0 | Partly cloudy sky | |
17-May | 29.0 | 37.0 | Partly cloudy sky | |
18-May | 29.0 | 38.0 | Partly cloudy sky | |
19-May | 29.0 | 38.0 | Partly cloudy sky | |
20-May | 28.0 | 38.0 | Partly cloudy sky |
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) প্রবেশ করবে ১৯ মে রবিবার। ২২ মে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার প্রবেশ করবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। ২০ মে দক্ষিণ আন্দামান সাগরে একটি পরিস্থিতি তৈরি হবে। অল্প হলেও যা ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দফতর এই সম্ভাবনা খুব কম বলেই জানাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: প্রচারপর্বে বিয়ের প্রস্তাব, উত্তরে কী বললেন দেবাংশু?