Weather Today : রথের দিনই আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত ? আজ সারাদিন কোন কোন জেলায় তুমুল বৃষ্টি?
West Bengal Weather: আাগমী ১১-১৮ জুলাই দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে মৌসুমি বায়ু । তারপর কোথায় আবহাওয়া বদলের সম্ভাবনা ?
কলকাতা : রথের দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে বাংলা ( West Bengal Weather )। উত্তরবঙ্গে ভয়াল রূপ ধারণ করেছে প্রকৃতি। বর্ষা পা রাখা থেকেই সেখানে উদ্দাম। উথাল পাথাল করছে পাহাড়ি নদী। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, বিক্ষিপ্ত , মাঝারি। গরম থেকেও রেহাই মেলেনি। এরই মধ্যে আশার কথা শোনাল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা, সোমনাথ দত্ত জানিয়েছেন, আাগমী ১১-১৮ জুলাই দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে মৌসুমি বায়ু । এই কয়েকদিন দক্ষিণের সব জেলায় স্বাভাবিক, আবার কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ। অবিরাম বৃষ্টি চলছে উত্তরের পার্বত্য জেলাগুলিতে। কোথাও বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে, ঘরে জল ঢুকে গিয়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। কয়েকদিনের টানা বৃষ্টিতে করলা নদীর জলস্তর বেড়ে, জলপাইগুড়ির পুরসভা ২৫ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা জলমগ্ন। এই পুরসভার অন্তর্গত নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় গৃহস্তের ঘরে জল ঢুকে কার্যত বিপত্তি হয়েছে সাধারণ মানুষের।অন্য়দিকে জলপাইগুড়ির দিনবাজার জলমগ্ন হওয়াতে মাথায় হাত পড়েছে ব্য়বসায়ীদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই আবহাওয়া রূপ বদলাবে না।
সোমবারের আবহাওয়া
সোমবার অতিভারি বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলাতে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।
মঙ্গলবারের আবহাওয়া
মঙ্গলবারেও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
বুধবারের আবহাওয়া
বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা।
আরও পড়ুন :
পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি, মৃত কমপক্ষে এক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে