Arms Recovered : পঞ্চায়েত ভোটের আগে তিন জেলা থেকে উদ্ধার হল ৬টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি
Panchayat Election : সামনে পঞ্চায়েত ভোট। তার আগে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে। তাতে ভোট শান্তিপূর্ণ হবে কি? উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
![Arms Recovered : পঞ্চায়েত ভোটের আগে তিন জেলা থেকে উদ্ধার হল ৬টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি West Bengal Arms Recovered From three districts several arms bullet seized from Murshidabad Kolkata and South 24 Parganas Arms Recovered : পঞ্চায়েত ভোটের আগে তিন জেলা থেকে উদ্ধার হল ৬টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/18/d3f20a38a1625b3159076ded0bee34da167138467630352_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, রঞ্জিত সাউ ও রঞ্জিত হালদার, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে তিন জেলা থেকে উদ্ধার হল ৬টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি। মুর্শিদাবাদের হরিহরপাড়া, রাজারহাট ও বারুইপুর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে আসছে এত অস্ত্র? কী উদ্দেশ্যে এত অস্ত্র আনা হচ্ছে? বাড়ছে উদ্বেগ, শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উদ্ধার অস্ত্র-গুলি
পাইপগান, ওয়ান শটার থেকে কার্তুজ। পঞ্চায়েত ভোটের আগে কলকাতার উপকণ্ঠ থেকে জেলা- বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় রোজই। শনিবারও তার অন্যথা হল না। রাজ্যের তিন জেলাতে উদ্ধার হল ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলি। রাজারহাট, বারুইপুর ও হরিহরপাড়ায় অভিযান চালিয়ে ৪ জনকে পাকড়াও করেছে পুলিশ।
রাজারহাট, বারুইপুর ও হরিহরপাড়ায় অভিযান চালিয়ে ৪ জনকে পাকড়াও করেছে পুলিশ। মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও মিলল বেআইনি আগ্নেয়াস্ত্র।
২টি পাইপগান ও ২ রাউন্ড গুলি-সমেত একজনকে গ্রেফতার করল পুলিশ। কী কারণে অস্ত্র মজুত করা হচ্ছিল? তদন্ত করছে হরিহরপাড়া থানার পুলিশ। গত কয়েকদিনে মুর্শিদাবাদের ডোমকল, রেজিনগর মালদার ভূতনির চরে আগ্নেয়াস্ত্র-সহ একাধিক ব্যক্তি ধরা পড়েছে।
রাজারহাট, বারুইপুরেও উদ্ধার অস্ত্র
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের বকারামতলায় হানা দেয় পুলিশ। সেখানে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশকে দেখে পালাতে গেলে এক জনকে পাকড়াও করা হয়। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল? তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও মিলল বেআইনি অস্ত্রের খোঁজ। শনিবার রাতে মল্লিকপুর থেকে উদ্ধার হয় ৩টি ওয়ান শটার ও ৪ রাউন্ড গুলি। দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।
কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কোথা থেকে আসছে এত অস্ত্র? কী উদ্দেশ্যে এত অস্ত্র মজুত করা হচ্ছে? শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সামনে পঞ্চায়েত ভোট। তার আগে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে। তাতে ভোট শান্তিপূর্ণ হবে কি? উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)