Raiganj Assembly ByPoll 2024 : উপনির্বাচনেও সবুজ বিপ্লব, প্রায় হাফ সেঞ্চুরি ব্যবধানে রায়গঞ্জে জয় পেলেন কৃষ্ণকল্যাণী
West Bengal Assembly ByPoll : প্রায় প্রতিটি কেন্দ্রের ট্রেন্ড বলছে, জয় পাবেন তৃণমূল প্রার্থীরাই। ইতিমধ্যেই উড়তে শুরু করেছে সবুজ আবির।
কলকাতা : উপনির্বাচনের লড়াইয়ে প্রথম ফল ঘোষণা হল রায়গঞ্জে। জয় পেল তৃণমূল কংগ্রেস। । ৪৯ হাজার ৫৩৬ ভোটে রায়গঞ্জে জয় পেলেন ঘাসফুল শিবিরের প্রার্থী কৃষ্ণকল্যাণী । বাকি ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল।
রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ছিল ত্রিমুখী। একদিকে ছিলেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে নেমেছিলেন মোহিত সেনগুপ্ত।
নির্বাচনী লড়াইয়ে রায়গঞ্জ বরাবরই নজরকাড়া কেন্দ্র। গত বিধানসভা ভোটে, এই রায়গঞ্জ থেকেই বিজেপির টিকিটে লড়ে, ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু ভোটে জেতার কয়েক মাস পর থেকেই, বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে তাঁর। ২০২১ সালের অক্টোবর মাসে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী।
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে, রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্য়াণীকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে, ৬৮ হাজারের বেশি ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্য়াণী। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু রায়গঞ্জে উপনির্বাচনের ফল গেল উল্টে। মাত্র কয়েকদিনের ব্যবধানেই রানার্স আপ হয়ে গেলেন উইনার। জয়ের হাসি হাসলেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ দুড়ে উড়ল সবুজ আবির ।
ভোটের দিন রায়গঞ্জে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও শেষ হাসি হাসল তৃণমূলই। অন্যদিকে বাকি আসনগুলিতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই।
- মানিকতলায় তেরো রাউন্ডের শেষে ৩৫ হাজার ৪৪২ ভোটে এগিয়ে তৃণমূল
- রায়গঞ্জ: ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
- রায়গঞ্জ: লোকসভার নিরিখে ৪৭ হাজার ভোটে পিছিয়ে থেকেও প্রায় ৫০ হাজার ভোটে জয়
- বাগদা: নবম রাউন্ডের শেষে ২০ হাজার ৮৮৪ ভোটে এগিয়ে তৃণমূল
- রানাঘাট দক্ষিণ: নবম রাউন্ডের শেষে ৩৫ হাজার ৭৫০ ভোটে এগিয়ে তৃণমূল
প্রায় প্রতিটি কেন্দ্রের ট্রেন্ড বলছে, জয় পাবেন তৃণমূল প্রার্থীরাই। ইতিমধ্যেই উড়তে শুরু করেছে সবুজ আবির। উৎসবের মেজাজে তৃণমূল শিবির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে