Abhishek Banerjee: এবার ৫০-এর নীচে নেমে যাবে বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়
West Bengal Assembly Election 2026: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে প্রস্তুতি নিচ্ছে সব পক্ষ। বিজেপি কত ভোটে জিতবে এবার কার্যত সেই সংখ্যা নির্ধারণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

কলকাতা: পঁচিশেই ছাব্বিশের চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে তাঁর হুঁশিয়ারি ৫০-এর নীচে নেমে যাবে বিজেপি। এদিন তিনি বলেন, "২০২১-এ বিজেপির চাকা ৭৭-এ আটকে গেছিল। এবার ৫০-এর নীচে নেমে যাবে বিজেপি।''
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে প্রস্তুতি নিচ্ছে সব পক্ষ। বিজেপি কত ভোটে জিতবে এবার কার্যত সেই সংখ্যা নির্ধারণ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "২০২১-এ বিজেপির চাকা ৭৭-এ আটকে গেছিল। আমি আপনাদের কথা দিচ্ছি, ২০২৬ সালে ৫০-এর নীচে নেমে যাবে বিজেপি। আমি ভবিষ্য়দ্বাণী করি না। কিন্তু করলে, আমার ভবিষ্য়দ্বাণী অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না। ২০১৯-এর তুলনায় ২০২৪ সালে তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে।'' বুধবার দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া থেকে মোদি সরকারের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এদিন তিনি বলেন, "আমি কেন ডায়মন্ড হারবারের ৭৬ হাজার প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ দিয়েছি, বিজেপি থেকে, ইনকাম ট্য়াক্স থেকে চিঠি পাঠানো হয়েছে। ২০২৫ সালের দুর্গাপুজো অর্থাৎ আজ থেকে ২-৩ মাসের মধ্য়ে এই চিঠির কপি ৭৬ হাজার মানুষের বাড়িতে আমি পাঠাব। আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায়, আর বিজেপি বাধার সৃষ্টি করে।''






















