WB By Election 2024: উপ নির্বাচনের আগে আবাস যোজনার টাকা বিলির অভিযোগ বাঁকুড়ায় ! কমিশনে অভিযোগ দায়ের BJP-র
WB By Election 2024 Bankura Allegation: ভোটের আগে বাঁকুড়ার ইন্দপুরের বিডিও-র বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।
বাঁকুড়া: ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। আর ঠিক উপ নির্বাচনের আগেই আবাস যোজনার টাকা বিলির অভিযোগ ! ভোটের আগে বাঁকুড়ার ইন্দপুরের বিডিও-র বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আবাস যোজনার টাকা গ্রামবাসীদের দিয়ে দেওয়ার নির্দেশ দেন ওই বিডিও, অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির।
যে ৬ কেন্দ্রে ১৩ নভেম্বর সেখানে বাংলা আবাস যোজনার সমীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি চালু থাকাকালীন ৬ বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা যাবে না, নির্দেশ কমিশনের। এদিকে, উপনির্বাচনে রাজ্য়ে আসছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১৩ নভেম্বর রাজ্যে ৬ টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ভোট ঘোষণার দিন, অর্থাৎ ১৫ ই অক্টোবর থেকেই ওই এলাকাগুলিতে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। এই পরিস্থিতিতে এই ৬টি বিধানসভা কেন্দ্রে 'বাংলা আবাস যোজনা'র সমীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি চলাকালীন, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা যাবে না।
১৩ নভেম্বর ভোট রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় শুধুমাত্র ভোটমুখী নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র নয়, গোটা জেলাতেই স্থগিত থাকবে আবাস যোজনার সার্ভের কাজ। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার মধ্যে থাকা মাদারিহাট বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট অংশ, উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র, এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে শুধুমাত্র বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুনির্দিষ্ট এলাকার ক্ষেত্রেই একমাত্র জারি থাকবে এই নিয়ম। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে যে বিধানসভা কেন্দ্র বা জেলার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি বাদ দিয়ে গোটা রাজ্যেই চলতে পারে আবাস যোজনার সমীক্ষার কাজ। এই মর্মেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে।
আরও পড়ুন, 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।