WB By Election Result 2024: এখনও ৩ কেন্দ্রে বাকি জয় ঘোষণা, সবুজ আবির নিয়ে সেলিব্রেশনে মাতল তৃণমূল
TMC Celebrates in Maniktala Raiganj: রায়গঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল, বাকি ৩ কেন্দ্রেও জোড়াফুল-ঝড়, তিন কেন্দ্রে জয় ঘোষণার আগেই সেলিব্রেশন তৃণমূলের..
![WB By Election Result 2024: এখনও ৩ কেন্দ্রে বাকি জয় ঘোষণা, সবুজ আবির নিয়ে সেলিব্রেশনে মাতল তৃণমূল West Bengal By Election Result 2024 TMC Celebrates in Maniktala Raiganj WB By Election Result 2024: এখনও ৩ কেন্দ্রে বাকি জয় ঘোষণা, সবুজ আবির নিয়ে সেলিব্রেশনে মাতল তৃণমূল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/8ea4d1d2261461ae4d608c3403119e9e1720852608275484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এদিন গণনার শুরুর পর থেকেই ৪ কেন্দ্রে এগিয়ে তৃণমূল। বেলা গড়িয়ে বারোটার পথে। ইতিমধ্যেই একটি কেন্দ্রে জয় এসেছে তৃণমূলের। উপনির্বাচনের লড়াইয়ে রায়গঞ্জে জয়ী তৃণমূল। পাশাপাশি, বাগদা-মানিকতলাতেও বিরোধীদের বড় ব্যবাধানে পিছনে ফেলে এগিয়ে শাসকদল (TMC)। ইতিমধ্যেই রায়গঞ্জের পাশাপাশি মানিকতলাতেও, সবুজ আবির নিয়ে সেলিব্রেশনে মাতল তৃণমূল।
(সকাল ১১ টা ৪৫ মিনিট) কোথায় কত ভোটে এগিয়ে তৃণমূল ?
মানিকতলা: ষষ্ঠ রাউন্ডের শেষে ২০ হাজার ৮১৮ ভোটে এগিয়ে তৃণমূল
রায়গঞ্জ: ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। লোকসভার নিরিখে ৪৭ হাজার ভোটে পিছিয়ে থেকেও প্রায় ৫০ হাজার ভোটে জয়।
বাগদা: নবম রাউন্ডের শেষে ২০ হাজার ৮৮৪ ভোটে এগিয়ে তৃণমূল
রানাঘাট দক্ষিণ: নবম রাউন্ডের শেষে ৩৫ হাজার ৭৫০ ভোটে এগিয়ে তৃণমূল
আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হয়।রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলে রানাঘাট কলেজে। ৩টি হলের মধ্যে ২টিতে ১১ রাউন্ড করে এবং আরেকটি কাউন্টিং হলে ১০ রাউন্ড গণনা হয়। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হয় রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। ২টি হলে ১০ রাউন্ড করে গণনা হবে। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেঞ্চা হাই সকলুলে। ২ টি হলে ১৩ রাউন্ড করে গণনা হয়।
আরও পড়ুন, বাগদায় বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে TMC প্রার্থী মধুপর্ণা, 'দিদির জন্যই সম্ভব হয়েছে..'
এদিন রাজ্যসভার সাংসদ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'আমরা পরাজিত হয়েছি বলে পরাজিতের আর্তনাদ এমন নয়। আজকের সময় ভোটের সংগঠন বলতে যেটা বোঝায় সেটা আমরা তৈরি করতে পারিনি। বোমা পিস্তলের পাল্টা তো বোমা লাঠি হয় না। তবে এগুলোকে প্রতিহত করার জন্য যে ধরনের সংগঠন দরকার সেটা আমরা তৈরি করতে পারিনি। যেভাবে সন্ত্রাসের মধ্য দিয়ে ভোট হয়েছে বা ভোট হয় বাংলায় সেটা বুঝতে হবে। এধরনের ফল পার্টি গত ভাবে আমাদের প্রত্যাশিত ছিল।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)