WB Bypoll 2021 Live : খড়দায় ফের 'ভুয়ো' ভোটার, আইডিয়াল অ্যাকাডেমির সামনে ধুন্ধুমার
West Bengal Assembly Bypoll 2021 Live Updates: উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba), নদিয়ার শান্তিপুর (Shantipur) ও কোচবিহারের দিনহাটায় (Dinhata) আজ উপনির্বাচন।
LIVE
Background
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election 2021)।মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন হয়েছে। উৎসবের মধ্যে বাংলায় আরও এক ভোটযুদ্ধ। উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba), নদিয়ার শান্তিপুর (Shantipur) ও কোচবিহারের দিনহাটায় (Dinhata) উপনির্বাচন। শুধু শান্তিপুরে লড়াই চতুর্মুখী, বাকি তিন কেন্দ্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিধানসভা ভোটে ৪ কেন্দ্রের স্কোরশিট ছিল ২-২। একঝলকে দেখে নেওয়া যাক চার কেন্দ্র ও সেখানকার প্রার্থীদের সম্পর্কে-
দিনহাটা-
দিনহাটায় গড়রক্ষার লড়াইয়ে বিজেপির বাজি অশোক মণ্ডল। আসন ছিনিয়ে নিতে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রউফ।
- দিনহাটা বিধানসভা কেন্দ্রে মোট বুথ ৪১৭টি।
- মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৮০।
- ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
- ডিসিআরসি তৈরি হয়েছে দিনহাটা কলেজে।
- আরও পড়ুন- মনোনয়ন পর্ব থেকেই চলছে সংঘাত, ভোটের মুখে তীব্র সংঘাত, উপনির্বাচনে বাড়তি নজর দিনহাটায়
খড়দা-
- খড়দা বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫।
- মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন।
- খড়দায় মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
- ডিসিআরসি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে।
- আরও পড়ুন- লড়াইয়ের মঞ্চে মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, নজরে খড়দা বিধানসভা
শান্তিপুর-
এখানেই একমাত্র লড়াই চর্তুমুখী। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। লড়ছেন বাম ও কংগ্রেস প্রার্থীও।
- শান্তিপুর কেন্দ্রে মোট বুথ ৩৫৭।
- এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩।
- নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- ডিসিআরসি হয়েছে রানাঘাট কলেজে।
গোসাবা-
জল-জঙ্গল ঘেঁষা গোসাবাতেও লড়াই ত্রিমুখী। আসন ধরে রাখতে তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। বিজেপির প্রার্থী পলাশ রানা ও আরএসপি হয়ে লড়ছেন অনিলচন্দ্র মণ্ডল।
- গোসাবা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩০।
- মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার।
- এই কেন্দ্রের জন্য ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
West Bengal Bypoll: হুমকির মুখে, বিজেপির পোলিং এজেন্ট ছেলেকে ঘরেই তালাবন্দি করে রাখলেন মা!
হুমকির মুখে, বিজেপির পোলিং এজেন্ট ছেলেকে ঘরেই তালাবন্দি করে রাখলেন মা! শান্তিপুরের আজকের ঘটনা মনে করাল, ছ’মাস আগের নন্দীগ্রামকে! সেদিনও ভয়ে-আতঙ্কে তৃণমূলের পোলিং এজেন্ট ছেলেকে বাড়ি থেকে বেরোতে দেননি মা! যদিও আজ নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
WB Bypoll 2021: কাল আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা
কাল আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। শেষ মুহূর্তে জনসভার স্থান পরিবর্তনের নির্দেশ পুলিশের। রবীন্দ্র ভবনের সামনে থেকে আস্তাবল ময়দানে সভা সরানোর নির্দেশ। করোনাকালে বেশি জনসমাগমের আশঙ্কাপ্রকাশ করে নির্দেশ ত্রিপুরা পুলিশের। আগে রবীন্দ্র ভবনের সামনেই সভার অনুমতি দেয় পুলিশ। রবীন্দ্র ভবনের সামনেই সভা করতে অনড় তৃণমূল।
West Bengal Bypoll: রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের হাজারের কাছাকাছি
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৯৮০ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণের হার। কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ২৭২, ৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৮, মৃত ৫।
WB Bypoll 2021: কাজল সিনহার ছেলেকে মারধরের ঘটনায় হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের
মূল্য চোকাতে হবে বিজেপিকে। কাজল সিনহার ছেলেকে মারধরের ঘটনায় হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
West Bengal Bypoll: তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী
ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগে যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলই, পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থীর।