SIR News: SIR সংক্রান্ত কাজে নথি জাল করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড, হতে পারে জরিমানাও; নির্দেশ কমিশনের
SIR in West Bengal : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এনিয়ে লিখিত বিবৃতি দেওয়া হয়েছে।

রুমা পাল, কলকাতা : SIR সংক্রান্ত কাজে এবার কেউ নথি জাল করলে হবে সাজার নির্দেশ দিল কমিশন। সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর পাশাপাশি হতে পারে জরিমানাও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এনিয়ে লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৭ নম্বর ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম-বিবাহ, মৃত্যুর শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, কোনও সরকারি কর্মচারীর প্রদত্ত শংসাপত্র, কিংবা পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ নথি জাল করেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে সাত বছরের সাজা এবং জরিমানা হতে পারে।
SIR-কে কেন্দ্র করে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। নিত্যদিন নানা অভিযোগ-দাবি দাওয়ায় সরগরম পরিস্থিতি চলেছে। এরইমধ্যে দেখা গেল, বিক্ষোভ, রাতভর অবস্থান, স্লোগান। সাম্প্রতিককালে বারবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের অফিসে। মঙ্গলবার, ব্রেন স্ট্রোকে আক্রান্ত, নামখানার BLO-কে নিয়ে, মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী BLO-সংগঠনের সদস্য়রা। আর এদিনই সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত একটি মামলায় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে CEO-র অফিস ঘেরাও করা হচ্ছে। জায়গায় জায়গায় ঘেরাও হচ্ছে জেলা আধিকারিকদের অফিস। রাজ্য সরকারের আমাদের সঙ্গে সহযোগিতা করার কথা এবং আমাদের সুরক্ষা দেওয়ার কথা। যদি রাজ্য সরকার অস্বীকার করে, তাহলে আমাদের পুলিশকে ডেপুটেশনে নিয়ে নিতে হবে। যদি স্থানীয় পুলিশের উপর ভরসা করতে না পারি তাহলে কেন্দ্রীয় বাহিনী নিতে হবে।
SIR পর্বের মধ্য়েই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দাস। যিনি দক্ষিণ ২৪ পরগনার, নামখানা ব্লকের ২৭৬ নম্বর বুথের BLO হিসেবে কাজ করছিলেন। পরিবার অভিযোগ তোলে, SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়েছে তাঁর। এরপর, SSKM মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পরই, অ্য়াম্বুলেন্সে করে অসুস্থ BLO-কে নিয়ে যাওয়া হয় মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে। সেখানে, বিক্ষোভ দেখান, তৃণমূলপন্থী BLO-দের সংগঠন BLO অধিকার রক্ষা কমিটি।
এদিকে পশ্চিমবঙ্গে BLO-দের নিরাপত্তার দাবিতে হওয়া মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। SIR-এ যুক্ত BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে নোটিস দেওয়া হয়েছে। কমিশনের কাছে শীর্ষ আদালত জানতে চায়, 'SIR-এ যুক্ত BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?' জবাবে কমিশন জানায়, 'BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।' সুপ্রিম কোর্ট কমিশনকে বলেন, 'এই মুহূর্তে কমিশনের হয়ে কাজ করছেন বুথ লেভেল অফিসাররা। কমিশনের হয়ে কাজে BLO-রা, সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদেরই।'


















