Mamata Banerjee: সৌরভের সঙ্গে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, তার আগে বহুজাতিক সংস্থার সঙ্গে আলোচনা সারলেন মমতা
Mamata in Spain: সোশ্যাল মিডিয়ায় বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন কুণাল। তিনি লেখেন, 'মাদ্রিদ। বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠকে মুখ্যমন্ত্রী'।
কলকাতা: লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাজধানী মাদ্রিদে বহুজাতিক সংস্থার সঙ্গে বৈঠক সারলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসবেন মমতা। ওই বৈঠকে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দু'জনের একটি ছবিও সামনে এসেছে।
সোশ্যাল মিডিয়ায় বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন কুণাল। তিনি লেখেন, 'মাদ্রিদ। বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠকে মুখ্যমন্ত্রী'।- এর পাশাপাশি, কলকাতা এবং মাদ্রিদ বইমেলা কমিটির মধ্যেও চুক্তি স্বাক্ষরিত হয়েছেন বলে জানান কুণাল। সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতার উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও।
মাদ্রিদ। বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠকে মুখ্যমন্ত্রী। pic.twitter.com/ubAy7VlmdP
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 14, 2023
কলকাতা বইমেলা ও মাদ্রিদ বইমেলা কমিটির চুক্তি। pic.twitter.com/qTZNe6gL0P
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 14, 2023
পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও ওই ছবি পোস্ট করেন মমতা। লেখেন, 'রোমাঞ্চকর খবর! Tempe Grupo Inditex (ZARA), যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, ব্যবসার পরিধি বিস্তার করছে তারা। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উৎপাদন হবে। ২০২৩ সালের বড়দিনের আগে বাংলায় শুরু হবে উৎপাদন'।
An exciting development is on the horizon!
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023
Tempe Grupo Inditex (Zara) , a major player in the textile industry, is expanding its operations. They are partnering with private entities to shift manufacturing to West Bengal, with production set to begin before Christmas 2023.… pic.twitter.com/5sww9Saqdh
স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসছেন মমতা। কলকাতা থেকে সাড়ে তিন ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। এদিন মাদ্রিদের রাস্তায় বেশ কিছুক্ষণ হাঁটেন মমতা। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক করেন।
এর পর স্থানীয় সময় অনুযায়ী, সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। এই বৈঠকে থাকছেন সৌরভও। লন্ডন থেকে সোজা মাদ্রিদে পৌঁছন তিনি।
বৃহস্পতিবার মমতার স্পেন সফরের দ্বিতীয় দিন। অভ্যাস মতোই স্পেনের রাজধানীর পথে মর্নিং ওয়াক সারেন মমতা। ঘুরে দেখেনন মাদ্রিদ সেন্ট্রাল পার্ক। রাস্তা এক শিল্পীর অ্যাকোর্ডিয়নে ঝালিয়ে নিলেন 'উই শ্যাল ওভারকামে'র সুরও। সবমিলিয়ে সকাল সকাল প্রায় ছয় কিলোমিটার মাদ্রিদের রাস্তায় হাঁটেন তিনি।