Corona Update: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫জনের মৃত্যু
West Bengal Covid Update: রাজ্যে ফের আড়াই হাজার পার করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৬৫৯জন সংক্রমিত।
![Corona Update: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫জনের মৃত্যু west bengal corona virus increase Death toll hiked last 24 hours Corona Update: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫জনের মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/205054b58e4e08947de3c25291abc51b1657464679_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় (Coronavirus) ৫জনের মৃত্যু! রাজ্যে ফের আড়াই হাজার পার করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৬৫৯জন সংক্রমিত। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata) , তারপরেই উত্তর ২৪ পরগনা (North 24 Paragana)। কলকাতায় একদিনে করোনায় ৭৪৩ জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৫৭৯ জন করোনা আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। রাজ্যে করোনায় পজিটিভিটি রেট ১৮ শতাংশ।
এদিকে, দেশে সংক্রমণ কমলেও ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেস, কাটছে না করোনা-উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৫ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৬৭৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪৭৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৫২ হাজার ৯৪৪। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৪৩।
আরও পড়ুন, তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী ৩৬ ঘণ্টায় কোথায় কোথায় ভারী বর্ষণ?
প্রসঙ্গত, রাজ্যে ফের ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা। স্বাস্থ্য দফতর বলছে, রাজ্যে ভয়ঙ্কর হারে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা। এমনই ইঙ্গিত, পঞ্চম সেন্টিনেল সার্ভের রিপোর্টে। আলফা থেকে ডেল্টা, ওমিক্রন থেকে কাপ্পা। নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ। চিকিত্সকরা বলছেন, দেশে করোনার চতুর্থ ঢেউ এসে গেছে।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হজার ২০ জন। অর্থাত্ প্রায় ৯ গুণ। আর জুলাইয়ের প্রথম ১১ দিনেই আক্রান্তের সংখ্যা ২৪ হাজার পেরিয়ে গেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)