West Bengal Coronavirus :জ্বর নেই, তাবলেই ভাববেন না, করোনা আক্রান্ত হননি, জানুন অন্যান্য উপসর্গ
'হিমশৈলের চূড়ামাত্র', করোনার বাড়বাড়ন্তের মাঝেই সতর্ক করছেন চিকিৎসকরা
কলকাতা : করোনা, অতিমারি, লকডাউন। ২০১৯’এর শেষে, চিন থেকেই প্রথম শোনা গেছিল এই ভয়ঙ্কর শব্দগুলো। এরপর দেশকে ছারখার করে দিয়ে গেছে করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ। মৃত্যুমিছিল দেখতে দেখতে ক্লান্ত দেশবাসী!
জিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসছে মারণ ভাইরাস। নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ। চিকিত্সকরা বলছেন, দেশে করোনার চতুর্থ ঢেউ এসে গেছে।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হজার ২০ জন অর্থাত্ প্রায় ৯ গুণ আর জুলাইয়ের প্রথম ১১ দিনেই আক্রান্তের সংখ্যা ২৪ হাজার পেরিয়ে গেছে। স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান বলছে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৯১৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুন : দুপুরে ঘুমোন আপনি ?
প্রথম, দ্বিতীয়, তৃতীয়- থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। সব সময় যে জ্বর হচ্ছেই এমনটা নয়। আর কী কী উপসর্গ আসতে পারে ।
- পেট খারাপ
- কাশি
- গলা খুশখুশ
- মাথা ব্যথা
- গা-হাতে ব্যথা
যাঁরা বেশিমাত্রায় অসুস্থ হচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে,
- শ্বাসকষ্ট
- বমি
- ভুল বকা
- অজ্ঞান হয়ে যাওয়া
বিশেষজ্ঞদের বলছেন, ভাইরাসকে কোনওমতেই হালকাভাবে নেওয়া যাবে না। ফের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। করোনা মোকাবিলায় সতর্কতা ও সচেতনতাই অন্যতম পথ।
এরইমধ্যে উদ্বেগের বিষয় হল, করোনা যখন ভয়ঙ্কর হারে বাড়ছে, তখন বঙ্গবাসীর একাংশের মধ্যে দেখা যাচ্ছে বুস্টার ডোজে অনীহা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলায় প্রচুর সংখ্যক বুস্টার ডোজ জমে রয়েছে। এরমধ্যে বিশাল পরিমাণ ভ্যাকসিন মেয়াদ উত্তীর্ণ হওয়ার মুখে। একাধিক জেলা থেকে লক্ষ লক্ষ ভ্যাকসিন ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )