WB COVID 19: গত ২৪ ঘন্টায় বাড়ল সংক্রমণ, কোভিডে ফের মৃত্যু রাজ্যে
West Bengal Covid 19 updates: দীপাবলির আগে ফের গত ২৪ ঘন্টায় বাড়ল করোনাগ্রাফ। গত ২৪ ঘন্টায় রাজ্যে কমল কোভিড আক্রান্তের সংখ্যা।
কলকাতা: দীপাবলির আগে ফের গত ২৪ ঘন্টায় বাড়ল করোনাগ্রাফ। গত ২৪ ঘন্টায় রাজ্যে কমল কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive)। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ১৭৩ জন। যেখানে গত ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ১৬৬ জন। এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন ৫১ জন।
তবে রাজ্যে পুজোর মরসুমে গত ৬ অক্টোবার ১০০-র নিচে নেমেছিল কোভিড গ্রাফ। সেই তুলনায়, গত কয়েকদিনের সংক্রমণ গ্রাফ নিয়ে আশঙ্কা থাকছেই। গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু শূন্য না হলেও একই জায়গায় দাঁড়িয়ে আছে। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘন্টায় তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৫ জন। বাংলায় গত ২৪ ঘন্টায়, স্যাম্পেল টেস্ট ৭০১৫ জনের হয়েছে। তবে প্রশ্ন উঠেছে নুমনা টেস্ট কত জন করছে। অর্থাৎ কতজন আদৌ সন্দেহ করছে কিংবা কোভিডের উপস্বর্গ খেয়াল করে আইটি পিসিআর করাচ্ছে। কারণ তাহলেই জানা যাবে প্রকৃত কোভিডের সংখ্যা।
WB COVID-19 Daily Health Bulletin: 15 October 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) October 15, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৫ অক্টোবর ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/c6DNMGUxZO
গত ৪৮ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছিল ১ জনের। গত ২৪ ঘন্টায় বাংলায় কোভিডে ফের মৃত্যু হল ১ জনের। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, পজিটিভিটি রেট সামান্য বাড়ল বাংলায়। গত ৭২ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ২.৮৭ শতাংশ এবং গত ৪৮ ঘন্টায় তা হয় ২.৪৪ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্য গত ২৪ ঘন্টায় ফের পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.৪৭ শতাংশ। পাশাপাশি, দেশের ক্রমাগত ওঠানামা করছে কোভিড সংক্রমণের গ্রাফ। কোনও দিন কমে যাচ্ছে। কোনওদিন আবার বেড়ে যাচ্ছে। ফলে একেবারেই কোভিড বিদায় নিয়েছে এমনটা নয়। সামান্য ঢিলেঢালা ভাব ফের আনতে পারে কোভিড। ফলে দ্রুত কোভিড টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোভিড-বিধি মেনে চলারও পরামর্শ দিচ্ছেন।