Health News: স্বাস্থ্য দফতরের শীর্ষস্তরে ফের বদলি, পিছনে কী কারণ?
West Bengal: স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিস বিশ্বাসকে ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে বদলি করা হল কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: আচমকা বদলি (Transfer) স্বাস্থ্য দফতরের অন্যতম শীর্ষ কর্তা। স্বাস্থ্য শিক্ষা (Health Education) বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিস বিশ্বাসকে ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে বদলি করা হল কোচবিহার মেডিক্যাল কলেজ (Coochbihar Medical College) হাসপাতালে। তাঁর স্থলাভিষিক্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক তনুশ্রী মণ্ডল। শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্তার আচমকা বদলি নিয়ে বিস্মিত চিকিৎসক মহল। এ নিয়ে স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া মেলেনি।
আগেও রদবদল:
অবশ্য স্বাস্থ্য দফতরের উচ্চপদে এমন রদবদল নতুন নয়। গতমাসেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে বদলি করা হয়েছিল। আচমকাই বদলি করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (West Bengal CMOH) অজয় চক্রবর্তীকে (Ajay Chakraborty)। তাঁকে বদলি করা হয় উত্তরকন্যার ওএসড-কে। তাঁর জায়গায় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা পদে আনা সিদ্ধার্থ নিয়োগীকে। হঠাৎ করেই স্বাস্থ্য দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই রদবদলের কথা বলা হয়েছিল। কেন হঠাৎ বদলি করা হয়েছিল? দফতর সূত্রে খবর, সম্প্রতি রোগী রেফার নিয়ে স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বিরোধ দেখা দিয়েছিল। দফতরের আরও কিছু বিষয় নিয়েও সমস্যা হয়েছিল বলে সূত্রের খবর। তার জেরেই এই বদলি কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। একই সঙ্গে ওইদিনই একাধিক বদলি হয়েছিল স্বাস্থ্য দফতর নিয়োগ বোর্ডে। বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছিল সুদীপ্ত রায়কে।
স্বাস্থ্য দফতরে এমন বদলি ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে প্রশ্ন উঠলেও কারণ হিসেবে কিছু জানানো হয়নি সরকারের তরফে। আগের বারও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে বদলি করে উত্তরবঙ্গেইর দায়িত্বে পাঠানো হয়েছিল। এবারও স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিস বিশ্বাসকে ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে বদলি করা হল কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে। আগেও বদলির ক্ষেত্রে কী কারণে বদলি তা জানানো হয়নি স্বাস্থ্য দফতরের তরফে। এবারও অবশ্য তা খোলসা করে জানানো হয়নি।