Bratya Basu : 'সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি', সাংবাদিক বৈঠকে বললেন শিক্ষামন্ত্রী
'কারও বেতন যখন আটকাচ্ছে না, তখন এই আন্দোলনের যৌক্তিকতা কী?' প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী।

কলকাতা : সোমবার রাতেই শিক্ষামন্ত্রী বলেছন, কোর্ট বললেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা দেন তিনি। সেই সঙ্গে আশ্বাস দেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষকরা বেতন পাবেন। যদিও তারপরও সারা রাত, সারাদিন অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। গতকাল থেকে কমিশনের দফতরেই আটকে রয়েছেন SSC চেয়ারম্যান।
এরই মধ্যে দ্বিপ্রহরে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে রয়েছেন। বিষয়টা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। দ্রুত আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। এ বিষয়ে এখনও আইনি প্রক্রিয়া চালু রয়েছে।' শিক্ষামন্ত্রী আরও বলেন, 'সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি'।
শিক্ষামন্ত্রী বলেন,সরকার আদালতে রিভিউ পিটিশন করছে। তাই তিনি শিক্ষকদের সতর্ক করে বলেন, 'এমন কিছু করা উচিত নয়, যা রিভিউ পিটিশনকে দুর্বল করে'। তিনি উল্লেখ করেন , শিক্ষকদের বেতন বন্ধ হচ্ছে না। তাই তাঁদের অবিলম্বে কাজে যোগ দিতে অনুরোধ করেন ব্রাত্য। শিক্ষামন্ত্রীর দাবি, এসএসসি কাজ করছে শিক্ষকদের স্বার্থেই। তাই তিনি আর্জি রাখেন, আন্দোলনকারী শিক্ষকরা যেন তাঁদের উপরই আস্থা রেখে, ক্লাসরুমে ফিরে যান। 'আমাদের আমাদের কাজ করতে দিন, আপনারা আপনাদের কাজ করুন'।
যোগ্য-অযোগ্যদের তালিকাপ্রকাশের দাবি নিয়ে ব্রাত্য বসুর ব্যাখ্যা, 'সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি। সুপ্রিম কোর্টের নির্দেশেও এমন কোনও কথা লেখা নেই'। কোনও তালিকা এসএসসি শিক্ষা দফতরকে দিতে পারে। তার ভিত্তিতে শিক্ষা দফতর কাজ করতে পারে। কিন্তু তালিকাপ্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি।
আন্দোলনরতদের শিক্ষামন্ত্রীর আশ্বাস, 'সরকার কোনও কড়া মনোভাব নেবে না। আমরা আলোচনা ও কাজে বিশ্বাসী'। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, 'কারও বেতন যখন আটকাচ্ছে না, তখন এই আন্দোলনের যৌক্তিকতা কী?'
এদিন মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি পরিষ্কার বলছি, শিক্ষক-শিক্ষিকারা যাঁরা বসে আছেন গতকাল থেকে। কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি। সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল। কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি, আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। '
তবে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বার্তার পরও নিজেদের আন্দোলনের সিদ্ধান্তে অনড় চাকরিহারা শিক্ষকরা।






















