Bratya Basu: নম্বর-সহ তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে, জানালেন ব্রাত্য, উত্তরপ্রদেশ ও বিহার থেকে SSC পরীক্ষায় বসলেন ৪৫০০০!
SSC Exam 2025: এদিন পরীক্ষার পর সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য।

কলকাতা: দুই দফায় SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হল। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, ৯৩ শতাংশ আবেদনকারীই পরীক্ষায় বসেছেন। নবম-দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৩১ হাজার পরীক্ষার্থী এসেছিলেন বাইরের রাজ্য থেকে। আজ, রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষায় ভিন্ রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার। (SSC Exam 2025)
এদিন পরীক্ষার পর সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য। তিনি বলেন, "সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিক, মুখ্যসচিব, পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। দু'বছর ধরে চলা নানা ঘটনা, আবর্তের মধ্যে এই পরীক্ষা নেওয়া দুরূহ এবং শ্রমসাধ্য ছিল। মুখ্যমন্ত্রীর নিরন্তর সহযোগিতার ফলে, স্কুল সার্ভিস কমিশন যেভাবে স্বচ্ছতার সঙ্গে, মেধাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়েছে, তার জন্য কোনও প্রশংসার ভাষাই যথেষ্ট নয়।" (Bratya Basu)
পরীক্ষা নিয়ে বেশ কিছু পরিসংখ্যানও তুলে ধরে ব্রাত্য জানান, গত রবিবার, ৭ সেপ্টেম্বর নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৫২ জন। অর্থাৎ ৯১.৬২ শতাংশ পরীক্ষায় বসেন। গত রবিবারের পরীক্ষায় ৩ হাজার ৬৫৮ জন বিশেষ ভাবে সক্ষম, যার মধ্যে ৭৮৯ জন দৃষ্টি সংক্রান্ত বিষয়ে বিশেষ ভাবে সক্ষম ছিলেন। তাঁদের জন্য় বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হল রবিবার, তাতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম। তাঁদের মধ্য়ে আবার ৬৫৩ জন দৃষ্টি সংক্রান্ত বিষয়ে বিশেষ ভাবে সক্ষম। অনুরূপ ব্যবস্থা করা হয়েছিল তাঁদের জন্যও।
ব্রাত্য জানিয়েছেন, একাদশ-দ্বাদশে ৯৩ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। দুই পরীক্ষা মিলিয়ে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। গত ৭ তারিখ অন্য রাজ্য থেকে এসে ৩১ হাজার ৩৬২ জন এখানে পরীক্ষা দেন। আজকের পরীক্ষায় ১৩ হাজার ৫১৭ জন বাইরের রাজ্য থেকে এসেছিলেন। ভিন্ রাজ্য থেকে যাঁরা পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে এসেছিলেন, তাঁদের বড় অংশ উত্তর প্রদেশ এবং বিহারের বাসিন্দা। ব্রাত্যের কথায়, "এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে, তথাকথিত বহু ঢক্কানিনাদে শোনা, বহু আড়ম্বরপ্রসূত শব্দ, ডাবল ইঞ্জিন...সেই ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য ও ব্যর্থতার খতিয়ান কত, এই তথ্য় থেকে তার আন্দাজ পাবেন।"
স্কুল সার্ভিস কমিশনকে ধন্যবাদ জানিয়ে ব্রাত্য বলেন, "SSC-কে আলাদা করে ধন্যবাদ। দফতর থেকে নির্দেশ দিয়েছিলাম, পরীক্ষা যাতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ত্রুটিমুক্ত হয়। নিয়োগবিধিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। ১) এই প্রথম পশ্চিমবঙ্গের SSC OMR ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছে এবং উত্তরপত্রের প্রতিলিপি পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে। ২) লিখিত পরীক্ষার পর অফিসিয়াল ওয়েবসাইটে প্রশ্নপত্রের মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। আবেদনকারীদের কাছ থেকে পরামর্শ অথবা আপত্তি আহ্বান করা হবে। ৩) পাঁচ দিনের সময়সীমা পেরিয়ে গেলে আবারও ওয়েবসাইটে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য সমস্ত প্রার্থীর বিস্তারিত তথ্য ও প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে নম্বর-সহ।"
SSC-র এবারের পরীক্ষায় নিরাপত্তা একেবারে আঁটসাট ছিল। পরীক্ষার প্রশ্নপত্রও বেশ সহজ হয়েছিল বলে জানিয়েছেন অনেকেই। তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে সন্দিহান অনেকেই। তাই সব কিছুই যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, বার বার করে সেকথা জানালেন ব্রাত্য।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















