Swasthya Sathi : ভুরিভুরি অভিযোগের পর ‘স্বাস্থ্য সাথী’-তে নজরদারির সিদ্ধান্ত, বিশেষ দল গঠন রাজ্য সরকারের
স্বাস্থ্য সাথী (Swsathaswati) কার্ড থাকা সত্ত্বেও রোগীকে ফেরানোর ভুরিভুরি অভিযোগ ওঠার পর কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এবার কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।
সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য সাথীর (Swsatha sathi) সুবিধা ঠিকমতো মিলছে কি না, তা খতিয়ে দেখতে এবার নজরদারি দল গঠন করছে রাজ্য সরকার (West Bengal)। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দফতর। অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
স্বাস্থ্য সাথী (Swsathaswati) কার্ড থাকা সত্ত্বেও রোগীকে ফেরানোর ভুরিভুরি অভিযোগ ওঠার পর কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এবার কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সাথী কার্ডের (Swsatha sathi Card) সুবিধা ঠিক মতো মিলছে কি না, তা খতিয়ে দেখতে, হাসপাতাল, নার্সিংহোমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। এর জন্য গঠন করা হবে নজরদারি দল।
কলকাতার পাশাপাশি সব জেলায়, হাসপাতাল, নার্সিংহোমে নজরদারি দল আচমকা পরিদর্শন করবে। মাসে ৬টি হাসপাতাল বা নার্সিংহোম পরিদর্শন করতে হবে প্রতিটি নজরদারি দলকে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী সংক্রান্ত নজরদারি দল গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দফতর।
কলকাতার ক্ষেত্রে নজরদারি দলের চেয়ারম্যান হবেন স্বাস্থ্য অধিকর্তা। জেলার ক্ষেত্রে চিফ মেডিক্যাল অফিসার হবেন নজরদারি দলের চেয়ারম্যান। তবে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন রয়েছে চিকিত্সকদের একাংশের। বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের তরফেও স্বাস্থ্য সাথী কার্ডে চিকিত্সা পরিষেবার খরচ পুনর্বিবেচনার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য দফতর (Department of Health & Family Welfare) সূত্রে খবর, কোন কোন হাসপাতাল বা নার্সিংহোম নজরদারি দল পরিদর্শন করল, তা আপলোড করতে হবে স্বাস্থ্য সাথীর পোর্টালে। কোনও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিত্সা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অভিযোগ পেলে তা খতিয়ে দেখবে নজরদারি দল । অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পদক্ষেপও নেবে তারা, এমনটাই স্বাস্থ্য দফতর সূত্রে খবর ।
আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল কংগ্রেস