West Bengal Corona: রাজ্যের ৫ এলাকায় বাড়বাড়ন্ত করোনার, আপনার এলাকা নয় তো?
IIT কানপুরের গবেষণা বলছে, জুনেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ! গত কয়েক দিনে দেশে আড়াই হাজারের উপরেই রয়েছে দৈনিক সংক্রমণ।
সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনা-গ্রাফ (Coronavirus) নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন, লাভপুর, ব্যারাকপুর ও খড়গপুর পুর এলাকায় শেষ সপ্তাহে ১০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুর এলাকার সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা।
কোথায় কোথায় সংক্রমণ বেশি?
IIT কানপুরের গবেষণা বলছে, জুনেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ (Corona Forth Wave) ! গত কয়েক দিনে দেশে আড়াই হাজারের উপরেই রয়েছে দৈনিক সংক্রমণ। আর এই চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেইবাংলায় সংক্রমণ নিয়ে মাথাব্যথা বাড়াচ্ছে ৫টি এলাকা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এপ্রিলের শেষ সপ্তাহেকলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, কলকাতা লাগোয়া রাজারহাট-নিউটাউন, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুর এলাকা এবং বীরভূমের লাভপুর ব্লকে ১০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন।
এপ্রিলের শেষ সপ্তাহে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৭। অর্থাৎ সংক্রমিতদের এক চতুর্থাংশই রাজ্যের এই ৫ জায়গার বাসিন্দা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৮টি জেলার মধ্যে যেখানে শেষ এক সপ্তাহে ৫ জনের বেশি সংক্রমিত হয়েছেন, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে।
খড়গপুর পুর এলাকায় সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটির
এরইমধ্যে মাদ্রাজ আইআইটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হল, খড়গপুর পুর এলাকায় সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটির।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ সৌগত ঘোষের মতে, যেখানে এগুলো হচ্ছে সেগুলি ক্লাস্টার। মাইক্রো কনটেনমেন্ট জোন করতে হবে। যদি হস্টেলে হয়ে থাকলে খালি করতে হবে। যাদের হয়েছে তাদের নজরে রাখতে হবে। মাথাব্যথা বাড়িয়ে, এপ্রিলের শেষ সপ্তাহে কলকাতা-সহ রাজ্যের ৫ জায়গায় সংক্রমণ পৌঁছে গেছে দু’অঙ্কে! এই পরিস্থিতিতে বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
ডা. কাজলকৃষ্ণ বণিক জানাচ্ছেন, যে সব জায়গায় নতুন করে বাড়ছে সংক্রমণ, সেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুরসভাগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।