Joint Entrance Topper : ঘুম থেকে উঠে শীর্ষস্থানের খোঁজ, কী নিয়ে পড়বেন রাজ্য জয়েন্টে শীর্ষে থাকা মহম্মদ সাহিল
West Bengal : পড়াশোনার পাশাপাশি কি-বোর্ড বাজানোর শখ দেশকে অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে সাহিলের।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : পরীক্ষার ফল ঘোষণার সময় খানিক টেনশন কম-বেশি ভোগায় বেশিরভাগ পড়ুয়াকেই। কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের (Joint Entrace Examination) ফলাফল যখন প্রকাশ হচ্ছে তখন ঘুমের দেশে রাজ্য রাজ্য়ে ইঞ্জিনিয়ারিং-এ প্রথম মহম্মদ সাহিল আখতার। লাগাতার শুভেচ্ছাবার্তা জানিয়ে ফোন পেয়ে ঘুম ভাঙে তাঁর।
রাজ্যের পরীক্ষায় শীর্ষে থাকলেও ভবিষ্যতের পড়াশোনার জন্য অবশ্য দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্র। মার্কিন মুলুকের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি অর্থাৎ MIT-তে অ্যাস্ট্রোফিজিক্স (Astro Physics) নিয়ে পড়তে যাচ্ছ এর আগে দেশকে অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে প্রতিনিধিত্ব করেছেন মহম্মদ সাহিল।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলে একেবারে শীর্ষে। যা নিয়ে জানতে চাওয়া হলে মহম্মদ সাহিল বলেছেন, 'প্রত্যাশা করিনি প্রথম হব। তবে গত দু'বছরের পরিশ্রম সফল হয়েছে বলে ভাল লাগছে।' ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তাঁর সংযোজন, 'দীর্ঘদিন ধরেই অ্যাস্ট্রোফিজিক্সে উৎসাহ রয়েছে। দেশকে অলিম্পিয়াডে প্রতিনিধিত্বও করেছি। ইতিমধ্যে কথাও দিয়ে ফেলেছি MIT তে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে যাব।' পড়াশোনার পাশাপাশি কি-বোর্ড বাজানোর শখ সাহিলের।
জয়েন্টের প্রস্তুতি প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের শীর্ষ স্থানাধিকারী বলেছেন, 'জোরকদমে যখন প্রস্তত হচ্ছিলাম, তখন দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করেছি।' দুরন্ত সাফল্যের জন্য তাঁর অনুপ্রেরণা কী জানতে চাইলে মহম্মদ সাহিল বলেছেন, 'বাস্তব জীবন থেকেই অনুপ্রেরণা জোগাড় করি। আমি সামনে থেকে দাদাকে সাফল্য পেতে দেখেছি। পাশাপাশি বাবা-মা সবসময় পাশে থেকেছেন। গত কয়েক বছরের সফল পড়ুয়াদের দেখেও অনুপ্রাণিত হয়েছি।'
প্রসঙ্গত, রাজ্য জয়েন্টের রাজ্য়ের প্রথম দশের মেধাতালিকায় দিল্লি বোর্ডের দাপট। মেধাতালিকায় ৬ জন CBSC বোর্ডের। ১ জন ISC-র আর উচ্চমাধ্য়মিক স্তরের ৩ পড়ুয়া। যদিও পাসের হারে এগিয়ে এরাজ্য়ের বোর্ড। প্রায় ৫৩ শতাংশ (৫২.৯৮%) উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের পড়ুয়া পাস করেছে। সেখানে উত্তীর্ণ CBSC-র পড়ুয়া প্রায় ২৯ শতাংশ (২৮.৯২%) আর ISC বোর্ডের ২.২১ শতাংশ।
আরও পড়ুন- ২৬তম দিনে ফলপ্রকাশ রাজ্য জয়েন্টের, একই স্কুল থেকে প্রথম ও দ্বিতীয়
চলতি বছর রাজ্য়ের জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। ২৬ দিনের মাথায় ফল ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান। এবছর পরীক্ষায় বসেন ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী। এর মধ্য়ে ২৮ শতাংশ ভিন রাজ্য়ের পডুয়া। মোট পাস করেছে ৯৬ হাজার ৯১৩ পড়ুয়া। রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসনসংখ্যা প্রায় ৩৪ হাজার। বোর্ড জানিয়েছে ৩০ জুনের পর শুরু হবে কাউন্সেলিং।
আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !
Education Loan Information:
Calculate Education Loan EMI