Metro Services For Kolkata Book Fair : সুখবর বইপ্রেমীদের, বইমেলা উপলক্ষে চলবে বাড়তি মেট্রো, রইল তালিকা
East West Metro Services : আগামী ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা (Kolkata International Book Fair)। বইমেলার সময়ের দুটি রবিবারই চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কলকাতা ও শহরতলির বইপ্রেমীদের জন্য সুখবর। কলকাতা বইমেলায় যাওয়া-আসার ক্ষেত্রে কমতে চলেছে ঝক্কি। বইপ্রেমীদের সুবিধার কথা ভেবে বইমেলা সময়ে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত। আগামী ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা (Kolkata International Book Fair)। বইমেলার সময়ের দুটি রবিবারই চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro)।
পাশাপাশি বইমেলা উপলক্ষে মেট্রো চলাচলের সময় ও দুটি মেট্রো চলার মাঝে ব্যবধানও কমছে। চালক সংখ্যায় অপ্রতুলতার জেরে ইস্ট-ওয়েস্ট মেট্রো আপাতত চলে না রবিবার। সেক্টর ফাইভ (Sector Five) থেকে শিয়ালদা (Sealdah) পর্যন্ত সপ্তাহের বাকি ছ'দিন চলে মেট্রো।
বইমেলায় রবিবারও মেট্রো
ঢাকে কাঠি পড়তে চলেছে ৪৬ তম কলকাতা বইমেলার। এবারের বইমেলার মাঝে ৫ ও ১২ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। ইস্ট-ওয়েস্ট মেট্রো রবিবার না চললেও বইমেলায় যাত্রীদের সুবিধার কথা ভেবে বইমেলার মাঝের সময়টায় রবিবারগুলোয় চলবে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে ৫ ফেব্রুয়ারি ! ১২ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ ও শিয়ালদা দু'দিক থেকেই ৪০ টি করে মোট ৮০ টি ট্রেন চলবে। গ্রিন লাইন তথা ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ওই দুদিন ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।
শিয়ালদা থেকে দুপুর ১২ টা ৫০ মিনিটে ও সেক্টর ফাইভ থেকে দুপুর ১ টায় ছাড়বে প্রথম মেট্রো। পাশাপাশি রাত ৯ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে সেক্টর ফাইভের দিকে থেকে ও ৯ টা ৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদার দিকে শেষ ট্রেন ছাড়বে।
সোম থেকে শনিবারের মেট্রো
ইস্ট-ওয়েস্ট মেট্রোতে সাধারণত চলা ১০৬ টি মেট্রোর বদলে বইমেলার সময়ে সোমবার থেকে শনিবার চলবে ১২০ টি মেট্রো। সকাল ৬ টা ৫৫ মিনিটের বদলে ৬টা ৫০ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। মেট্রো চলবে রাত ১০ টা পর্যন্ত।
পাশাপাশি সপ্তাহের প্রত্যেক দিনই দুপুর ২ টো ৪০ মিনিট থেকে রাত ৯ টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। প্রসঙ্গত এই মুহূর্তে সব মিলিয়ে, যাত্রাপথ হয়েছে ৯ কিলোমিটারের (৯.০৩কিমি) একটু বেশি। এদিকে, একাধিকবার বাধা কাটিয়ে শেষপর্যন্ত কবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কবে মেট্রো পরিষবা চালু হবে সেটা দেখারই অপেক্ষায়।
আরও পড়ুন- 'এনামুলের থেকে টাকা নিয়েছে' দেব নিয়ে বিস্ফোরক হিরণ, মিঠুনকে নিয়ে 'দুশ্চিন্তা'