Kolkata Weather Update : নতুন বছরের এখনও পর্যন্ত শীতলতম দিন? আজ কত নামল কলকাতার পারদ
Kolkata Weather Update

কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝা আসার আগে ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬। মঙ্গলবার মকর সংক্রান্তি। প্রতি বছর এই সময়টা শীতের কামড় বেশ গভীর হয়। তবে এবার পশ্চিমি ঝঞ্ঝার পর রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
আবহাওয়ার পূর্বাভাস, রবিবার থেকেই হবে হাওয়া বদল। আগামী সপ্তাহের শুরুতেই বাড়তে পারে উষ্ণতা। ৩ দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই আপাতত আবহাওয়ার যা মতিগতি, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
কলকাতাতেও রবিবার থেকে হাওয়া বদল হবে। আগামী সপ্তাহের শুরুতেই সামান্য বাড়তে পারে উষ্ণতা। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে মঙ্গলবারের মধ্যে। শনিবার সকালে খুব হালকা কুয়াশা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৬ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৬ শতাংশ।
শীত কমার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমবে। রবি ও সোমবার দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে। দিন কয়েক আগেই তুষারপাত হয়েছে সান্দাকফুতে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার দাপট কমবে। পুবালি হাওয়ায় ভর করে হু হু করে ঢুকবে জলীয় বাষ্প। ফলে পারদ ঊর্ধ্বমুখী হবে। মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রায় সব জেলায়। রবিবার আরও বাড়বে কুয়াশা। কুয়াশা ঘিরে রাখবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। জেড স্ট্রীম উইন্ড প্রবাহিত হচ্ছে উত্তর ভারতে।
এছাড়াও পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।






















