West Bengal News LIVE Updates: নিউ মার্কেট পরিদর্শনে পুরসভার হাই পাওয়ার কমিটি
West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এখানে।
LIVE
Background
'রাজভবনের সামনে ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। রবিবার সকাল ১০ থেকে ৪ ঘণ্টার জন্য অবস্থানে বসতে পারেন শুভেন্দু', কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। শনিবার ধর্নায় বসতে চান, সওয়াল বিরোধী দলনেতার আইনজীবীর। ৭ জুলাই অনুমতি দেওয়া যেতে পারে, বললেন বিচারপতি অমৃতা সিন্হা। রাজ্যের থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাব, বললেন এজি কিশোর দত্ত।
বেআইনি নির্মাণ থেকে বালি চুরি, নিজের এলাকায় বেআইনি কার্যকলাপ নিয়ে সরব হলেন বর্ধমান পুরসভার চেয়ারম্য়ান। সবার পিছনে একটা করে লোক আছে, আইন ভঙ্গকারী হিসাবে চিহ্নিত করেও, তাদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া যায় না। বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য় করেন বর্ধমান পুরসভার চেয়ারম্য়ান পরেশচন্দ্র সরকার।
২৭ ঘণ্টা পর উদ্ধার মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। সল্টলেক ক্যাম্পাস থেকে অন্তর্বর্তীকালীন উপাচার্যকে উদ্ধার করল পুলিশ। আন্দোলনকারীদের জোর করে সরানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আহত ১ অধ্যাপক। 'পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরাই চড়াও হয়' , পাল্টা অভিযোগ মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে অভিযান। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। আসানসোল পুরসভার সঙ্গে সরেজমিনে ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। নথি আছে, ১৫দিনের মধ্যে সব দিয়ে দেব: আরএসএসের আইনজীবী।
'কারও চাকরি খাওয়ার অধিকার আমার নেই। কাউকে বেকার করার অধিকারও নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়। এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা......এক মাসের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে।এক মাস পরে ফের বসব, নতুন করে কাউকে যেন বসতে না দেওয়া হয়', বেআইনি দখল উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live: বউবাজারের মেসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১৪
বউবাজারের মেসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১৪। ধৃতরা বিভিন্ন কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র। মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ । মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে নৃশংসভাবে মারধরের অভিযোগ কয়েকজন আবাসিকের বিরুদ্ধে।কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। গ্রেফতার হস্টেলের ১৪ জন আবাসিক। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণের অভিযোগে মামলা রুজু। মৃত ইরশাদ আলম টিভি মেকানিক ছিলেন, চাঁদনি চকের একটি দোকানে কাজ করতেন। খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল, জানিয়েছেন কলকাতা মেডিক্যালের সুপার । টিভি মেকানিকের পা ভেঙে গেছিল, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পুলিশ সূত্রে খবর। বউবাজারের মেস থেকে উদ্ধার ৬টি ব্যাট ও ১টি লাঠি, ভাঙা ছিল একটি ব্যাট । মোবাইল চুরির কথা স্বীকার টিভি মেকানিকের, জিজ্ঞাসাবাদে দাবি আবাসিকদের, পুলিশ সূত্রে খবর ।
West Bengal News LIVE Updates: জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১
জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। চেন্নাই থেকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩। কাঁকসা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ হাবিবুল্লাকে। পরে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় হাবিবুল্লার ১ সঙ্গীকে। হাবিবুল্লার সহযোগী ধৃত আনোয়ার শেখের বাড়ি মঙ্গলকোটে । হাবিবুল্লার গ্রেফতারির পরেই চেন্নাই পালিয়ে যায় আনোয়ার। আজ আনোয়ারকে গ্রেফতার করে চেন্নাই আদালতে পেশ করা হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে কলকাতায় নিয়ে আসছে বেঙ্গল এসটিএফ।
West Bengal News Live: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দু অধিকারীর । মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধী দলনেতা বলেছেন,'কালীঘাটে নালার জমি জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন । জমি জবরদখল করে মিটিং হল তৈরি করেছেন। আপনাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাজমি বুজিয়ে, প্লট করে কোটি কোটি টাকা করেছেন। সুজিত চোর, আপনি সাধু? আক্রমণ শুভেন্দুর।
West Bengal News LIVE Updates:নিউ মার্কেট পরিদর্শনে কলকাতা পুরসভার হাই পাওয়ার কমিটি
মুখ্যমন্ত্রীর বার্তার পর নিউ মার্কেট পরিদর্শনে কলকাতা পুরসভার হাই পাওয়ার কমিটি। পরিদর্শনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অতীন ঘোষ, দেবাশিস কুমার।
West Bengal News Live: অতি ভারী বর্ষণের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
হাওয়া অফিস জানিয়েছে, আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আগামীকাল, ভারী থেকে অতিভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, দুই ২৪ পরগনায়।