Ankita Adhikari : মন্ত্রী-কন্যা অঙ্কিতার স্কুলে পৌঁছল চাকরি বরখাস্তের কপি, বেতন পাওয়া কত টাকা ফেরত দিতে হবে?
Calcutta High Court : চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি ৪১ মাস শিক্ষকতা করে যা বেতন পেয়েছেন, তা দুই কিস্তিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চাকরি থেকে বরখাস্ত করার তিন দিনের মাথায় মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর স্কুলে পৌঁছে গেল কপি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার হাইকোর্টের কপি এদিন প্রথমে পৌঁছয় কোচবিহারের জেলা স্কুল পরিদর্শকের অফিসে। তারপর যে স্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠানো হয়।
চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি ৪১ মাস শিক্ষকতা করে যা বেতন পেয়েছেন, তা দুই কিস্তিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। প্রথম কিস্তির বেতনের টাকা ফেরত দিতে হবে ৭ জুন। পরবর্তী কিস্তির টাকা আগামী ৭ জুলাই মেটানোর জন্য নির্দেশ দেয় হাইকোর্ট। মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari) ঠিক কত টাকা ফেরাবেন, সেই হিসেবই আপাতত কষছে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়।
কী জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ
মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষিকা (Head Mistress) জানিয়েছেন, এতদিন যে বেতন পেয়েছে অঙ্কিতা তার হিসেব জমা দেওয়া হবে। সেই অনুযায়ী তিনি টাকা ফেরত দেবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে পরেশ অধিকারী (Paresh Adhikari) তৃণমূলে যোগ দেওয়ার পরে সেই বছর ২৪ নভেম্বর তাঁর মেয়ে অঙ্কিতা কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পদে নিযুক্ত হন। তাই তিনি শিক্ষিকা পদে ৪১ মাস কাজ করে যে বেতন পেয়েছেন, তার পুরোটাই ফেরত দিতে হবে। আপাতত তিনি এই সময়কালে ঠিক কত টাকা পেয়েছেন সেটারই হিসেব কষা শুরু করেছে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়।
ঠিক কী অভিযোগ ছিল
মন্ত্রী-কন্যার বিরুদ্ধে অভিযোগ ছিল যোগ্যতম প্রার্থীর চেয়ে কম নম্বর পেয়েও শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। যে মামলার রায় দিতে গিয়ে অভিযোগের সত্যি হওয়ার প্রমাণ পেয়ে মন্ত্রীকন্যাকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তাঁকে সমস্ত বেতন ফেরৎ দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
আরও পড়ুন- অনলাইনের দাবিতে বিক্ষোভ চড়ছে পড়ুয়াদের, অফলাইন পরীক্ষার পথে কলকাতা বিশ্ববিদ্যালয়ও
Education Loan Information:
Calculate Education Loan EMI