Bangla Bandh: কাল ধর্মঘটের ডাক বিজেপির, সরকারি চাকুরেদের কড়া বার্তা নবান্নর
West Bengal News: নবান্ন অভিযানে তুলকালাম। ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। পরশু থেকে লাগাতার ধর্নার প্রস্তুতি নিয়েছে বিজেপি।
কলকাতা: কাল রাজ্য জুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল বিজেপি (BJP)। আর তা নিয়ে অবস্থান জানিয়ে দিল রাজ্য সরকার। নবান্নর তরফে স্পষ্ট জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো আগামীকালও সচল থাকবে জনজীবন।
কড়া বার্তা সরকারের: এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, 'আজ সারাদিন ধরে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা আছে। চিকিৎসক ছাত্রীর প্রতি মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার সুবিচার আমরা সবাই চাই। এখন বিষয়ের তদন্তভার সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের দ্রুত তদন্তের অধিকার ও সুবিচার চাওয়ার অধিকার আমাদের সবার আছে। আজ মহানগর এবং আগামীকাল বাংলাকে স্তব্ধ ও অচল করার দেওয়ার যে প্রয়াস হচ্ছে তা অসমর্থনীয়। ছাত্রছাত্রী পড়াশোনা ও পরীক্ষা আছে এবং চলছে। শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। বৃহৎ সংখ্যক মানুষের জীবন বিপন্ন হচ্ছে। আপৎকালীন পরিষেবাও ব্যাহত হচ্ছে। কালকের ধর্মঘট মানা হবে না, সচল থাকবে জনজীবন। সাধারণ মানুষকে অনুরোধ এই বনধে অংশ নেবেন না। সরকারি কর্মীদের নির্দেশ অফিসে অবশ্যই স্বাভাবিক নিয়মে আসবেন। দোকানপাট সহ সব কিছু খোলা থাকবে। অনুকূল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সচল রাখার ক্ষেত্রে। কাল পরিবহণ ব্যবস্থাও স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রাইভেট বাস, মিনিবাস অপারেটরের প্রতিও অনুজ্ঞা থাকবে। বাংলাকে সর্বতভাবে সচল রাখতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযান নয়, সমাজবিরোধীদের অভিযান: কুণাল ঘোষ