Nadia News : তৃণমূল পঞ্চায়েত সদস্য ২ ভাইয়ের জমিজমা নিয়ে বিবাদ, বোমাবাজিতে হাত উড়ল বাবার !
জখম ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে (Satkinagar District Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
নদিয়া : জমিজমা (Land Dispute) নিয়ে ২ ভাইয়ের বিবাদ গড়াল বোমাবাজিতে (Bombing)। আর বোমাবাজিতে হাত উড়ল বাবার ! জানা যাচ্ছে, ২ ভাই ভালুকা পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্য কৃষ্ণনগর (Krishnanagar) কোতোয়ালি থানায় চাঞ্চল্য ছড়ায়। জখম ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে (Satkinagar District Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড
এমনিতেই শুক্রবার জোড়া হত্যাকাণ্ডের জেরে সরগরম রাজ্য। দুই ক্ষেত্রেই আক্রমণের নিশানায় তৃণমূলের নেতারা। কোচবিহারের শীতলকুচিতে হাড়হিম করা হত্য়াকাণ্ড। তৃণমূলের পঞ্চায়েত সদস্য়, তাঁর স্বামী ও এক মেয়েকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছে দম্পতির আরেক মেয়ে। অপরদিকে নদিয়ার হাঁসখালিতে ভরা বাজারে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল, তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আমোদ আলি বিশ্বাস। আচমকা তাঁকে ঘিরে ধরে ৫ জনের দষকৃতী দল। প্রথমে পালানোর চেষ্টা করেন তৃণমূল নেতা। কিন্তু তাঁকে ধাওয়া করে, সামনে গিয়ে, এলোপাথাড়ি গুলি চালায় মুখ ঢাকা দুষকৃতীরা। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তৃণমূল নেতার। এদিকে ঘটনার পরই আতঙ্কে বাজার ছেড়ে পালাতে শুরু করে সাধারণ মানুষ। চম্পট দেয় দুষকৃতীরাও। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
গতকালই কালীগঞ্জের (Nadia Kaliganj) মোলান্দিতে উদ্ধার হওয়া ৬২টি সকেট বোমা নিষ্ক্রিয় করে সিআইডি-র বম্ব স্কোয়াড (Bom Squad)। জানা গিয়েছে, কালীগঞ্জের মোলান্দি গ্রামে সিপিআইএম নেতা হকসাদ মণ্ডলের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় ওই বোমা গুলি। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটানোর আগেই বাঁচিয়ে দেয় বম্ব স্কোয়াড। গোপন সূত্রে খবর পেয়ে, কালীগঞ্জ থানার পুলিস বুধবার সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ড্রামে রাখা ৬২টি সকেট বোমা উদ্ধার করে। সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। উল্লেখ্য, গত মাসেই ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি সহ পাঁচ জন আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত মাসের শুরুতেই কালীগঞ্জে (Kaliganj) পুলিশকে (Police) লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সেই এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।
আরও পড়ুন- নিহত রাজু ঝা-র বাড়িতে অর্জুন সিংহ, আবদুল লতিফকে নিয়ে আশঙ্কা প্রকাশ