West Bengal News: সরকারি হাসপাতালের হাউসস্টাফ নিয়োগের পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ
House Staff Recruitment: এবার স্বাস্থ্যক্ষেত্রের নিয়োগ নিয়েও সামনে এল দুর্নীতির অভিযোগ।
ঝিলম করঞ্জাই, কলকাতা: শিক্ষার পরে এবার স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি (House Staff Recruitment)? সরকারি হাসপাতালের হাউসস্টাফ নিয়োগের পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ নবীন চিকিৎসকদের একাংশ এবং চিকিৎসকদের একাধিক সংগঠনের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যস্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য ক্ষেত্রেও দুর্নীতি? স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে আবার বেরিয়ে এসেছে পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি। এবার স্বাস্থ্যক্ষেত্রের নিয়োগ নিয়েও সামনে এল দুর্নীতির অভিযোগ। সরকারি হাসপাতালের হাউসস্টাফ নিয়োগের পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন নবীন চিকিৎসকদের একাংশ এবং চিকিৎসকদের একাধিক সংগঠন।
MBBS পাস করার পর রেজিস্ট্রেশন পেতে গেলে ইন্টার্নশিপ করতে হয় হবু চিকিৎসকদের। ইন্টার্নশিপের পরে রেজিস্ট্রেশনের সুযোগ পান তাঁরা। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দ্বিতীয় ধাপ হাউসস্টাফ হিসেবে কাজ করা। যদিও এই ধাপ বাধ্যতামূলক নয়। হাউসস্টাফরা এক প্রকারের জুনিয়ার ডাক্তার হিসেবেই কাজ করেন। অতীতে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে হাউসস্টাফ হিসেবে কাজ করা বাধ্যতামূলক ছিল। গত এক দশকে সেই নিয়ম শিথিল করা হয়েছে। এতদিন হাউসস্টাফ হিসেবে কাজ করতে গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজে আবেদন করতে হত চিকিৎসকদের। তারপর ডাক্তারি পড়ার সময় আবেদনকারীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চলত বাছাই পর্ব।
চলতি বছরে সেই পদ্ধতিতে পরিবর্তন এনেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ডাক্তারি পড়ায় সময় আবেদনকারীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে ৮৫ শতাংশের স্কোরকার্ড। বাকি ১৫ শতাংশ নম্বর দেওয়া হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। এই ইন্টারভিউ নিয়েই প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ এবং চিকিৎসকদের একাধিক সংগঠন। এতে দুর্নীতি ও স্বজনপোষণ হবে বলে আশঙ্কা তাঁদের। অ্য়াসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, “ইন্টারভিউয়ের ১৫ শতাংশ নম্বর যোগ হবে এই নিয়ে স্বজনপোষণ, দুর্নীতি, অভিযোগ আসতে শুরু করেছে।’’
রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন নিয়মের বিরোধিতা করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দফতরে লিখিত অভিযোগ জমা দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও। যদিও দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।আইএমএ বেঙ্গলের সম্পাদক শান্তনু সেন বলেন, “এই ইন্টারভিউ থাকলে অনিয়মের জায়গা তৈরি হয়। তাই সতর্ক থাকতে হবে, সরকার সৎ উদ্দেশ্য নিয়ে করেছে তার অপব্যবহার করলে চলবে না।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: বুথের ভিতরে কী হচ্ছে? পরিস্থিতি আঁচ করতে কমিশনের ভরসা AI