West Bengal News Live : গেট আটকে ক্যাম্পাসেই আইনের ছাত্রীকে ধর্ষণ, ঘটনার সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল?
তরুণের মৃত্যুকে কেন্দ্র করে RG কর হাসপাতালে উত্তেজনা চিহ্নিত অযোগ্যদের আর SSC নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ নয়, জানিয়ে দিল হাইকোর্ট। আর জি করের ক্রাইম সিনে যেতে চান অভয়ার আইনজীবী
LIVE

Background
কসবাকাণ্ডের ১১ দিন পরে কলেজ খুললেও পড়ুয়াদের আতঙ্ক কাটছে না। মনে ভয় নিয়েই কলেজে এসেছেন সকলে। সহপাঠীদের দাবি অনেক ছাত্রীকে কলেজে আসতে দিয়ে চাইছেন না অভিভাবকরা। এই আবহে পড়ুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন কসবার এই কলেজের পরিচালন সমিতির সদস্য থেকে অধ্যাপকদের একাংশ। এর মধ্য়েই এই ভাইরাল ছবিকে কেন্দ্র করে তৈরি হল নতুন বিতর্ক। প্রশ্ন উঠল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। ভাইরাল এই রেজিস্টারের ছবির উপরে লেখা রয়েছে সাউথ ক্যালকাটা ল'কলেজ, নীচে লেখা টিচার ইনচার্জ, নয়না চ্যাটার্জি, কোন মাস এবং সালের অ্যাটেনডেন্স রেজিস্টার তাও স্পষ্ট করে লেখা রয়েছে। ২৫ জুন, কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। FIR-এ অভিযোগকারিণী উল্লেখ করেন, সে ধর্ষণ করে, আমাকে ফেলে রেখে চলে যায়। আমি ১০.৫০-এ ঘরের বাইরে যাই। সে বলে, আমি যেন কাউকে এসব না বলি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ঘটনার সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? তাহলে এতকিছু ঘটে গেল আর তিনি কিছুই জানতে পারলেন না কেন?
এবার উত্তর ২৪ পরগনার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজেও অস্থায়ী কর্মী নিয়োগে বিতর্ক দানা বাঁধল। SFI-এর অভিযোগ, ২০২২ সালে অস্থায়ী কর্মী পদে যে নিয়োগ হয়েছিল তার মধ্য়ে ১১ জন তৃণমূলের নেতা। যদিও, গোটা প্রক্রিয়া নিয়ম মেনে হয়েছে বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ থেকে পরিচালন সমিতির সভাপতি।
কসবকাণ্ডে মনোজিৎ মিশ্রকে নিয়ে তোলপাড়ের মাঝেই এবার বালুরঘাট কলেজের ইউনিয়ন রুম বলে দাবি করে একটি ভিডিও পোস্ট করল রাজ্য বিজেপি। সোশাল মিডিয়ায় ওই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একসঙ্গে অনেকের হাতে রয়েছে মদের বোতল। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি দাবি করেছেন, এই ভিডিও বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমেরই নয়। আর এই ভিডিওর সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি।






















