West Bengal News Live: সোমবার সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, ঘোষণা হবে পশ্চিমবঙ্গে SIR শুরুর দিনক্ষণ?
WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
LIVE

Background
কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। রাজপুরে ফ্ল্যাটেই শুল্ক আধিকারিককে মার। গাড়িতে অটোর ধাক্কার জেরে বচসা। শতাধিক লোকজন নিয়ে হামলা, মারধর, তাণ্ডব। অভিযোগ অটো চালকের বিরুদ্ধে।
২। রাজপুরে ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব, মার। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্ত শুল্ক আধিকারিকের। রাজপুরে কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে মার। আতঙ্কে আবাসিকরা। রাজপুর-সোনারপুরে দুষ্কৃতী-রাজ! সরব খোদ তৃণমূল কাউন্সিলর।
৩। আক্রান্ত কাস্টমস অফিসারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর।
৪। খাস কলকাতায় নৃশংস খুন। চেতলায় মেয়রের ওয়ার্ডে ১৭ নম্বর বাসস্ট্যান্ডে মদের আসরে বচসা। শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ। আটক ১। বাকিদের খোঁজে তল্লাশি।
৫। রাত হলেই বাসস্ট্যান্ডে বসে মদের আসর। চেতলায় খুনের পর সরব এলাকাবাসী।
৬। ভাঙড়ে ফের বোমবাজি। আইএসএফ বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। এলাকায় উত্তেজনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। পাল্টা তৃণমূলের।
৭। দমদমের বেদিয়াপাড়ায় যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা। গ্রেফতার মূল অভিযুক্ত। নৈহাটি থেকে পুলিশের জালে সুশান্ত দাস। এখনও অধরা ২।
৮। মহারাষ্ট্রের সাতারায় পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী চিকিৎসক। আত্মসমর্পণের পর গ্রেফতার মূল অভিযুক্ত SI গোপাল বাদনে। ধৃত বেড়ে ২।
৯। নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত। কুড়ি দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মালদার বাড়ি ফিরলেন খগেন মুর্মু। বাড়ানো হল বিজেপি সাংসদের নিরাপত্তা।
১০। বাড়ি ফিরলেন খগেন মুর্মু। এখনও ঝাপসা দেখছেন, চোয়াল ও দাঁতে ব্যথা। কিছুদিন বিশ্রামের পর নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে। দাবি পরিবার সূত্রে।
১১। আসানসোলে চিটফান্ড প্রতারণাকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। উদ্ধার কয়েক লক্ষ টাকার গয়না। ধৃত তহসিন আহমেদের ১০ দিনের পুলিশ হেফাজত।
১২। রাজ্যে ফের ডেঙ্গির বলি। এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দার। ৬ অক্টোবর পরিবারে আরও একজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু।
১৩। উত্তর ২৪ পরগনার মাটিয়ায় অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার। খালে যুবকের পচাগলা দেহ। অন্য জায়গায় খুন করে দেহ ফেলে দেওয়া হতে পারে। প্রাথমিক অনুমান পুলিশের।
১৪। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি প্রশাসনের।
১৫। বিহার ভোটের আগে ছটের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর।
SIR Live: পেশাগত দায়বদ্ধতার দোটানায় পড়ে কী বলছেন তাঁরা?
প্রক্রিয়ায় সবথেকে গুরুদায়িত্বে রয়েছেন বুথ লেভেল অফিসার কিংবা BLO-রা, পেশাগত দায়বদ্ধতার দোটানায় পড়ে কী বলছেন তাঁরা?
SIR Live: পেশাগত দায়বদ্ধতার দোটানায় পড়ে কী বলছেন তাঁরা?
প্রক্রিয়ায় সবথেকে গুরুদায়িত্বে রয়েছেন বুথ লেভেল অফিসার কিংবা BLO-রা, পেশাগত দায়বদ্ধতার দোটানায় পড়ে কী বলছেন তাঁরা?






















