West Bengal News Live : মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, এবার পথে নামলেন বিজেপি বিধায়ক
Bangla News : কলকাতায় ফের বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ। ব্যারাকপুরে এসআইকে মাটি ফেলে তৃণমূল কাউন্সিলরের মার! কলকাতা ও জেলার গুরুত্বপূর্ণ খবর এখানে এই লিঙ্কে ।
LIVE
Background
কলকাতা : মঙ্গলবার রেশন-দুর্নীতির অভিযোগের তদন্তে, রাজারহাট, বসিরহাট, ভাঙড় সহ ১০টি জায়গায় অভিযান চালাল ED। এরমধ্য়ে জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বসিরহাটে বাড়ি, চালকল, রাজারহাটের জোড়া ফ্ল্য়াটে চলে তল্লাশি অভিযান। গরু, সোনা পাচারের পর এবার রেশন বণ্টন দুর্নীতিতে ED-র স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্য়বসায়ী বারিক বিশ্বাস। সোনাপাচারের সঙ্গে কি যোগ রয়েছে রেশন দুর্নীতির কালো টাকার? খতিয়ে দেখছে ED। এদিন, বসিরহাটে বারিকের বাড়ি, অফিস, চালকল, রাজারহাটের জোড়া ফ্ল্য়াটে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি।
অন্যদিকে, কলকাতায় ফের বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ। আনন্দপুরে পানশালায় চড়াও হয়ে দুষ্কৃতী-তাণ্ডব।
ভেঙে চুরমার করে দেওয়া হল একের পর এক গাড়ির কাচ। '১০ থেকে ১২ জন মিলে পানশালায় ঢুকে হামলা চালায়'
বলে দাবি পানশালা কর্তৃপক্ষের। সঞ্জয় দাসের নেতৃত্বে হামলা, অভিযোগ পানশালা কর্তৃপক্ষের। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের, ২ অভিযুক্ত গ্রেফতার।
গরুপাচারকাণ্ডে CBI এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও, এখনও দিল্লি হাইকোর্টে বাকি ইডির মামলার শুনানি। তাই আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।
WB News Live Updates: প্রোমোটার খুনে কেউ ধরা পড়ল কি ?
৪ দিন আগেই আনন্দপুরে খুন হন প্রোমোটার। ভরসন্ধেয় প্রোমোটার আরিফ খানকে বাড়ির সামনে কুপিয়ে খুন করে ৩ দুষ্কৃতী। একজন গ্রেফতার হলেও এখনও মূল অভিযুক্ত অধরা।
WB News Live Updates: ৮ অগাস্ট যাবেন ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রী
ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। ৮ অগাস্ট যাবেন ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রী। ৯ অগাস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে ।
Train Accident :একের পর এক রেল দুর্ঘটনা, রেলমন্ত্রীর মুখে বন্দে ভারতের বন্দনা
একের পর এক রেল দুর্ঘটনা, রেলমন্ত্রীর মুখে বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনী বৈষ্ণব। 'প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারতকে উন্নত করা হচ্ছে', সংসদে প্রশ্নোত্তর পর্বে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
WB News Live Updates:পিকনিক গার্ডেনে ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু
পিকনিক গার্ডেনে ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, উধাও সঙ্গী। তরুণীর গলায় ফাঁসের চিহ্ন, খুন বলে সন্দেহ: সূত্র। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।
West Bengal News Live Updates: মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, এবার পথে নামলেন বিজেপি বিধায়ক
মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, এবার পথে নামলেন বিজেপি বিধায়ক। বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের । 'তৃণমূল নেতা থেকে বিধায়কদের হুমকি-হুঁশিয়ারিতে সন্ত্রস্ত মুর্শিদাবাদের মানুষ'। সেজন্য মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চল করা হোক, দাবি গৌরীশঙ্কর ঘোষের