West Bengal News Live: 'ক্ষমতার লোভের থেকে এই খুন, একাধিক লোক আছে পিছনে', বিস্ফোরক দাবি নিহত দুলাল সরকারের স্ত্রী-র
West Bengal News Update: জেলা থেকে শহর, সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন এবিপি আনন্দ চ্যানেল ও এবিপি লাইভের সমস্ত প্ল্যাটফর্মে।
LIVE
Background
কলকাতা : বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা মনে করছেন, ঢাকার বর্তমান পরিস্থিতি, কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলা না মেলায় আমডাঙায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী নিজেও একজন তৃণমূল কর্মী বলে দাবি করেছে তাঁর পরিবার। বিজেপির কটাক্ষ ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক।
১৯৯৭ সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। শনিবার একটি অনুষ্ঠানে তা নিয়েই আক্ষেপের সুর শোনা গেল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়। যদিও তাঁর এই বক্তব্য়ে একদমই সহমত নন কট্টর মমতা বন্দ্যোপাধ্য়ায় বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। এদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কৃতিত্বকে কুর্নিশ জানাতে গিয়ে সুভাষচন্দ্র বসুকে টেনে আনলেন কুণাল ঘোষ। প্রদীপ ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
বাংলাদেশে চরম অস্থিরতা, ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদগারের মধ্যেই এবার পদ্মাপাড়ে যুদ্ধের মহড়া। রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের তিন বাহিনীর প্রধানও। ইউনূস সরকার কি নতুন কোনও ইঙ্গিত দিতে চাইছে ?
রাজপুর-সোনারপুরে সন্দেহজনক তরল ঘিরে রহস্য। বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল। বাড়ির দেওয়ালে বাড়ছে কালো ছাপ। ওই তরল তেল জাতীয় কিছু, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চুঁইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ ওএনজিসির প্রতিনিধি দলের
এবার খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক! শিয়ালদা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। কোনও বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট দেখাতে পারেননি। কীভাবে, কাদের সাহায্য়ে অনুপ্রবেশ? খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বাংলাদেশির ১৪ দিনের জেল হেফাজত। '১২ দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। কাজের খোঁজে ট্রেনে চেপে চলে যান মুম্বই। ধরপাকড় শুরু হওয়ায় ভয় পেয়ে গতকাল কলকাতায় চলে আসেন', জেরায় দাবি ধৃত বাংলাদেশি মহিলার, পুলিশ সূত্রে খবর
লাগাতার হিন্দু-নিপীড়নের মধ্যেই ফের বাংলাদেশের যুদ্ধ-জিগির! স্বাধীনতার ইতিহাস ভুলে আরও বিশ্বাসঘাতক বাংলাদেশ! কট্টরপন্থীদের যুদ্ধ-যুদ্ধ হুঙ্কারের মধ্যেই যুদ্ধের মহড়া! যুদ্ধের জন্য তৈরি থাকার হুঙ্কার শান্তিতে নোবেল প্রাপক ইউনূসের!দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার মধ্যেই ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান নিয়ে মহড়া! ভারতকে বার্তা দিতেই কি হঠাৎ সমরাস্ত্রের শক্তি প্রদর্শন বাংলাদেশের? নেপথ্যে পাকিস্তান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারেরও যুদ্ধের আস্ফালন!
WB News Live Update: 'ক্ষমতার লোভের থেকে এই খুন, একাধিক লোক আছে পিছনে', বিস্ফোরক দাবি নিহত দুলাল সরকারের স্ত্রী-র
'দুলাল সরকারের থেকে পিছিয়ে গিয়েছিল বলে হিংসা তাই খুন। রাজনৈতিকভাবে বাবলা সরকার মুখ্যমন্ত্রীর কাছাকাছি চলে গিয়েছিলেন বলে হিংসা। ক্ষমতার লোভের থেকে এই খুন, একাধিক লোক আছে পিছনে। মালদা পুরসভার চেয়ারম্যান হওয়ার কথা ছিল বলে শুনেছিলাম। কারা ওকে হিংসা করত সব জানি, সব তথ্য দলনেত্রীকে দেব', দাবি নিহত দুলাল সরকারের স্ত্রী-র।
West Bengal News Live Update: চাঁদনি চক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা
চাঁদনি চক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। বেলা বারোটা নাগাদ দক্ষিণেশ্বরগামী আপ লাইনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলছে উদ্ধারকাজ। চাঁদনি চক মেট্রো স্টেশনে বন্ধ ট্রেন চলাচল। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে।
WB News Live Update: মুখ্যমন্ত্রী ধমকের পরেই ভোগান্তি কমাতে বাড়ছে সরকারি বাস
মুখ্যমন্ত্রী ধমকের পরেই ভোগান্তি কমাতে বাড়ছে সরকারি বাস। আজ থেকেই ধাপে ধাপে বাস বাড়ছে রাস্তায়। ৫৫০ বাস দিয়ে ৩ হাজার ৩০০ ট্রিপ চলছিল কলকাতা ও শহরতলিতে। বাস বাড়িয়ে ট্রিপ বেড়ে হচ্ছে ৪ হাজার ১৯৮। নিউটাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে ১০৮ থেকে করা হচ্ছে ১৫৬। বিশেষ নজর রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর ও এক্সাইড অঞ্চলে।
West Bengal News Live Update: ধৃত ABT জঙ্গিদের বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য, খবর সূত্রের
ধৃত ABT জঙ্গিদের বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য, খবর সূত্রের। জঙ্গিদের কাছে নির্দেশ ছিল সীমান্তবর্তী অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকার, খবর সূত্রের। এলাকায় যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দেওযা হয়েছিল, খবর সূত্রের। স্লিপার সেলের সংখ্যা সীমান্তবর্তী এলাকায় বাড়াতে হবে, এই নির্দেশও এসেছিল শীর্ষস্তর থেকে। পশ্চিমবঙ্গ অসম, ত্রিপুরা কার্যকলাপ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন করে দক্ষিণ ভারতে লোক পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল। শাদ রাডি তাই গিযেছিল কেরলে, খবর সূত্রের।
WB News Live Update: কম্বলে মুড়ে পাচারের চেষ্টা, মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকার মাদক
কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার হল ২ কোটি টাকার মাদক। গ্রেফতার মাদক পাচারকারী। ধৃতের কম্বল থেকে উদ্ধার হয় ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই মাদক কালিয়াচকে নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। মাদক চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।