West Bengal News Live : অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার
RG Kar Protest : ফের দফায় দফায় অভয়া পরিক্রমা আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগোল মিছিল।
LIVE
Background
কলকাতা : একদিকে দুর্গাপুজোর অষ্টমীতে মণ্ডপে মানুষের ঢল, অন্যদিকে প্রতিবাদের সুর অলিতেগলিতে । অনশনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে বিচারকামী মানুষদের একাংশ। ইতিমধ্যেই টানা অনশনের জেরে অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে মাঝরাতেই ভর্তি করা হয়েছে আরজিকর হাসলাতালের CCUতে।
খবর পাওয়া যাচ্ছে, একে একে অসুস্থ হচ্ছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। দ্রুত সমাধান না হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আইএমএ বেঙ্গল। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছে ৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন ফেমারও।
এদিকে আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ত্রিধারার মণ্ডপে স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছেন ৯ জন । তাঁদের বিরুদ্ধে গুজব, অশান্তি ছড়ানোর মতো জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এর জেরে ৭ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। কণ্ঠরোধের চেষ্টা, থামবে না বিচারের দাবি - চোখে জল নিয়েই অঙ্গীকার প্রতিবাদীদের। বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আন্দোলন,বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন :
মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, 'অনশনরত চিকিৎসকদের শরীর খারাপ হলে...'
WB Live News : অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার
৬ দিন পার, অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার (Junior Doctors Hunger Strike)। আজ থেকে অনশনে যোগ দিলেন পরিচয় পণ্ডা ও আলোলিকা ভৌমিক। পরিচয় শিশু মঙ্গল হাসপাতালের ইএনটি পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র, আলোলিকা ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
WB Live News : 'শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়', মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে এবার চিঠি আইএমএ-র
'শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে এবার চিঠি আইএমএ-র। চরম পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্য শাখার। অনশন মঞ্চে গেলেন IMA সভাপতি।
WB Live News : 'স্বাধীনতা সংগ্রামীরা যখন অনাহারে, অনশনে থাকতেন...', একাদশীর দিন একবেলা অরন্ধনের আহ্বান জুনিয়র চিকিৎসকদের
একের পর এক আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যাতে বরাবর সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। এবার আরও এক আহ্বান আন্দোলনকারীদের তরফে। এবার একাদশীর দিন একবেলা বাড়িতে বাড়িতে অরন্ধনের আবেদন জানালেন জুনিয়র চিকিৎসকরা।
তাঁদের তরফে এক জুনিয়র চিকিৎসক বলেন, "আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যখন অনাহারে, অনশনে থাকতেন...তাঁদের সমর্থনে সাধারণ মানুষরা অরন্ধন পালন করতেন। দেশজুড়ে অরন্ধন পালন করতেন। আমাদের তরফ থেকে আপনাদের একটি ছোট আবেদন করতে চাই, আগামী পরশু একাদশীর দিন আমাদের অনশনকারীদের তখন সাতদিন অনশন পূর্ণ হয়ে গেছে। তাঁদের সংহতিতে, তাঁদের পাশে দাঁড়াতে ...আপনারা যদি একাদশীর দিন একবেলা বাড়িতে বাড়িতে অরন্ধন পালন করেন...আমাদের তরফ থেকে আপনাদের জন্য আবেদন রইল।"
WB Live News : ক্ষমতা আছে বলে যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না, পুলিশকে কড়া বার্তা হাইকোর্টের
সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। ধৃতদের কাছে থাকা প্ল্যাকার্ড-হোয়াটসঅ্যাপ চ্যাটে ঘৃণা ছড়ানোর মতো কিছু নেই। ক্ষমতা আছে বলে যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না, পুলিশকে কড়া বার্তা হাইকোর্টের।
WB Live News : গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল
দু'বছর পর নিজের গড়ে উৎসবে মাতলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ১৭ অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।