West Bengal News : রাজ্যে ৩৫৫ ধারা চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Kolkata News 1 July : চোপড়ায় মধ্যযুগীয় বর্বরতা! জেলায় জেলায় গণপিটুনির অভিযোগ, আরও খবর এই লিঙ্কে।
LIVE
Background
কলকাতা: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধর তৃণমূলকর্মীর। অচৈতন্য তরুণীর চুলের মুঠি ধরে লাথি, গ্রেফতার তৃণমূল কর্মী। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূলকর্মীই, মানলেন কানাইয়ালাল। শাসকের গুণ্ডারা শাস্তি দিচ্ছে, আক্রমণ সেলিমের। আইনশৃঙ্খলা নেই, আক্রমণ অমিত মালব্যর। 'ওই মহিলা অসামাজিক কাজ করছিল, তাই এসব হয়েছে' চোপড়ায় নিগৃহীতাকে নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যে বেঁধেছে তীব্র বিতর্ক।
অন্যদিকে এবার ঝাড়গ্রামে চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দেওয়া হল। ২২ জুন জামবনিতে রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চোর সন্দেহে টোটোচালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। রবিবার তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের বন্ধু। ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। এখনও অধরা অভিযুক্তরা।
অন্যদিকে বউবাজারে পিটিয়ে খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। ব্যাট দিয়ে কোমরের নিচে মার, গণপিটুনিতে হাড় ভেঙে চুরমার হয়ে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু ঘটে টিভি মেকানিকের। । উদয়ন হস্টেলের সুপারকে তলব করছে পুলিশ।
সল্টলেকে মোবাইল চোর সন্দেহে স্টোনচিপের ওপর ফেলে গাছের ডাল দিয়ে মারধর করা হলে চোখের সামনেই মৃত্যু হয়েছে নাতির, বাধা দিলে খুনের হুমকি, গণপিটুনিকাণ্ডে বিস্ফোরক মৃতের ঠাকুমা। পাণ্ডুয়ায় সামান্য বচসার জেরে যুবককে মারধরের অভিযোগ ওঠে। কলকাতায় আনার পথে মৃত্যু ঘটে,গ্রেফতার হয়েছে ২।
West Bengal News Live: চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় তৃণমূল বিধায়কের মন্তব্যে নতুন বিতর্ক
চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। সেই জন্যই গ্রামে সালিশি সভা বসে। এই ঘটনায় কিছু ভুল থাকলেও গ্রামে এরকম সালিশি সভা হয়। নিগৃহীতা ও তাঁর স্বামী এই নিয়ে কোনও অভিযোগও করতে চাননি। কোনও জবরদস্তিও হয়নি বলে দাবি করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।
Nyaya Sanhita Act: দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ অপরাধমূলক তিন নতুন আইন
দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ অপরাধমূলক তিন নতুন আইন। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এছাড়া, ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই ৩টি অপরাধমূলক নতুন আইন আজ থেকে গোটা দেশে কার্যকর হল।
Suvendu Adhikari: রাজ্যে ৩৫৫ ধারা চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়, কেন্দ্রকে সুপারিশ করুন রাজ্যপাল। ৩৫৫ ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক। মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে ৪০-৫০টি থানা এলাকা নিয়ে নেওয়া উচিত।'
West Bengal News Live: সোমবার হকার সার্ভে করা হয় নিউমার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটে
ফুটপাত জবরদখল এবং হকারদের সমস্য়া মেটাতে ১ মাসের মধ্য়ে ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই সমস্য়া মেটাতেই সোমবার হকার সার্ভে করা হয় নিউমার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটে।
WB News Live: নন্দীগ্রামের সোনাচূড়ায় সরকারি নর্দমার ওপর তৈরি করা হচ্ছে আস্ত বাড়ি!
নন্দীগ্রামের সোনাচূড়ায় সরকারি নর্দমার ওপর তৈরি করা হচ্ছে আস্ত বাড়ি। বাড়ির বানানোর অভিযোগ উঠেছে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানই মদত দিচ্ছে এই নির্মাণে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়ত প্রধান।