Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই ৫ ব্যাঙ্ক, নতুন রেপো রেট ঘোষণার আগেই বিনিয়োগ করবেন ?
Bank FD: ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫ থেকে ৭.৫০ শতাংশ রয়েছে। ৩৭৫ দিনের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই ব্যাঙ্কে।

FD Interest Rate: আর কিছুদিনের অপেক্ষা। আগামী ৭ ফেব্রুয়ারিতেই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক বসতে চলেছে। এই মুদ্রানীতির বৈঠকে আশা করা হচ্ছে রেপো রেট কমানো হবে ব্যাঙ্কের। তবে এই মুদ্রানীতির বৈঠকের (Fixed Deposit) আগেই বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্কে জানুয়ারি মাসেই (FD Interest Rate) সুদের হার বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র সাধারণ গ্রাহকদের জন্যই এই সুদের হার পরিবর্তিত হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩০৩ দিনের মেয়াদের ক্ষেত্রে ৭ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ৫০৬ দিনের মেয়াদের ফিক্সদ ডিপোজিটের উপরে ৬.৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ থেকে ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ৪০০ দিনের মেয়াদের জন্য এই ব্যাঙ্কে সুদের হার ৭.২৫ শতাংশ। এগুলি সবই সাধারণ গ্রাহকদের জন্য প্রযোজ্য।
শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক
এই স্মল ফিনান্স ব্যাঙ্কেও সুদের হার বদলে গিয়েছে জানুয়ারি মাসে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ৩.৫০ শতাংশ থেকে ৮.৮০ শতাংশ সুদের হার রয়েছে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের উপরে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৪ থেকে ৯.৩০ শতাংশ পর্যন্ত রয়েছে। বিগত ২২ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।
কর্ণাটক ব্যাঙ্ক
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫ থেকে ৭.৫০ শতাংশ রয়েছে। ৩৭৫ দিনের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই ব্যাঙ্কে।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
এই ব্যাঙ্কে আগের মতই একই মেয়াদের জন্য সর্বোচ্চ ৭.৩০ শতাংশ সুদ পাবেন সাধারণ গ্রাহকরা। ৪৫৬ দিনের মেয়াদের জন্য এই ৭.৩০ শতাংশ সুদ পাওয়া যাবে। ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার।
অ্যাক্সিস ব্যাঙ্ক
৩ কোটি টাকার কম আমানতের উপরে অ্যাক্সিস ব্যাঙ্কে ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে মেলে এই সুদের হার। ২৭ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।
আরও পড়ুন: CT Scan: সিটি স্ক্যান করাতে গিয়ে হঠাৎ শ্বাসরোধ ! ভয়ঙ্কর পরিণতি ৬৫-র বৃদ্ধার; কী ঘটেছে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
