West Bengal News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা
Bangla News : কলকাতায় ও রাজ্যের বাকি জেলার সব খবরের লাইভ আপডেট

Background
কলকাতা : বর্ধমানে উচ্ছেদ অভিযানে 'আমরা ওরা'! ফুটপাথ দখল করে শাসক-কার্যালয়, ছুঁয়েই দেখল না বুলডোজার। বর্ধমান শহরে ফুটপাথ দখল করে হকার, নামল বুলডোজার। বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস! দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের।
উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন দিলীপ ঘোষের। জন্মদিনে শুভেন্দুর সঙ্গে কেক কাটার পর সুকান্তকে সমর্থন দিলীপের। এপ্রসঙ্গে বলেন, 'উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি। বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনেছে তৃণমূল। এটা বিজেপিকে বদনাম করার রাজনীতি।"
প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরী কি এখন প্রাক্তন? অধীর-জল্পনার মধ্যেই কংগ্রেসকে আক্রমণ শমীক ভট্টাচার্যের। 'অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস, অধীর একজন সঠিক খেলোয়াড়, কিন্তু ভুল দলে রয়েছেন, কংগ্রেসে থেকে তৃণমূল বিরোধিতা চলবে না, খাড়গে এটা বুঝিয়ে দিয়েছেন', মন্তব্য শমীকের। বিজেপিকে সমর্থন ছাড়া অধীরের কাছে আরও কোনও পথ নেই, মন্তব্য শমীকের। নিজের দল তৈরি করুন অধীর, পরামর্শ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।
দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দিলেন শুভেন্দু। শুভেন্দুর হাত থেকে মিষ্টিও খেলেন দিলীপ, বিরোধী দলনেতাকে খাইয়ে দিলেন মিষ্টি। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা।
West Bengal Live News Update: রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র
রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র
West Bengal News Update: ছাত্র-মৃত্যুর পর অবশেষে র্যাগিং রুখতে যাদবপুরে আলাদা হস্টেল
ছাত্র-মৃত্যুর পর অবশেষে র্যাগিং রুখতে যাদবপুরে আলাদা হস্টেল






















