West Bengal News Live Updates: চাকরি দেওয়ার নামে মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, নওদায় গ্রেফতার তৃণমূলকর্মী !
WB News Live Updates: সব জেলার সমস্ত খবরের প্রতি মুহূর্তের আপডেট পান এক ক্লিকে।
LIVE
Background
ডাক্তার খুনের প্রতিবাদে রণক্ষেত্র আর জি কর। বিক্ষোভকারীদের ঢুকতে বাধা, ধস্তাধস্তি। পাল্টা কিল-চড়-ঘুষি! টেনে হিঁচড়ে সরাল পুলিশ। জিবি মিটিংয়েও উত্তেজনা।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ১৪ দিনের পুলিশ হেফাজত।
আর জি করে উদ্ধার হোডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি।
অপরাধের কথা স্বীকার করেও কোনও অনুতাপই নেই আরজি কর-কাণ্ডে ধৃতের! বলছেন, ‘ফাঁসি দিলে দিন’। ধৃত সিভিকের বিরুদ্ধে আরও কীর্তি প্রকাশ্যে।
ডিউটি ছিল না আরজি করে, তাও কীভাবে সবার নজর এড়িয়ে লিফটে চেপে চারতলার সেমিনার রুমে? সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারির পরেও এখনও রহস্য।
চিকিৎসককে ধর্ষণ করে খুন। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নখ থেকে শরীরে ডিফেন্স উন্ডের নমুনা সংগ্রহ করল পুলিশ। পোশাক থেকেও নেওয়া হল নমুনা।
আর জি কর কাণ্ডে গ্রেফতারি নিয়ে সন্দেহ মৃতার পরিবারের। (পরিবারের সট - ভিতরের লোকই জড়িত, বাইরের লোক এত সাহস পেল কীভাবে?)
সর্ষের মধ্যেই ভূত?
এই অপরাধের ক্ষমা নেই, সর্বোচ্চ শাস্তি হোক। সিবিআই তদন্তেও আপত্তি নেই। এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী।
ধর্ষক-খুনিদের এনকাউন্টারের সওয়াল অভিষেকের। কামদুনির অপরাধীরা কেন বেঁচে? পাল্টা সুকান্ত।
আরজি কর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ। কলকাতা থেকে জেলা। সোচ্চার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে পড়ুয়ারা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা চালু রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর। দিল্লিতেও মোমবাতি মিছিল।
আর জি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন। বর্ধমান, বাঁকুড়া থেকে মেদিনীপুর মেডিক্যাল, জেলায় জেলায় প্রতিবাদ। রামপুরহাটে আউটডোর বন্ধে দুর্ভোগ।
মেয়ের কাজ মিটলেই আরজি করে ধর্নায় বসছেন মৃত চিকিৎসকের মা-বাবা। বাড়িতে আসার আশ্বাস মুখ্যমন্ত্রীর, দাবি পরিবারে। সোদপুরে মৃতার বাড়িতে সকালে শোভনদেব, বিকেলে সুকান্ত।
মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজি করের এলাকা বাড়াতে সংলগ্ন সাড়ে ৩ একর জমিতে গড়া হবে নতুন ভবন। একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে, খবর নবান্ন সূত্রে।
আরজি কর কাণ্ডের মধ্যেই ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার।
দলের পদ ব্যবহার করে দুর্নীতি, সত্যতা মিললেই অভিযোগকারীকে পুরস্কার। জয়ের পর প্রথমবার নির্বাচনী কেন্দ্রে গিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে বললেন অভিষেক।
WB News Live Updates: চাকরি দেওয়ার নামে মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, নওদায় গ্রেফতার তৃণমূলকর্মী !
মুর্শিদাবাদের নওদায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলকর্মী। চাকরি দেওয়ার নামে মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার নওদা পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী
West Bengal News Live Updates: অপসারিত আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার
অপসারিত আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। আন্দোলনকারীদের দাবি মেনে অপসারিত অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। 'পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা'। 'আরজি করের ঘটনা নিয়ে নানা গুজব ছড়িয়েছে'। 'কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে'। 'ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে, পুলিশকে জানান'।
WB News Live Updates: সোদপুরে মৃত মহিলা চিকিৎসকের বাড়ি গেলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার
আজ সোদপুরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে যান কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হল পরিবারকে। জানানো হল ময়নাতদন্তের রিপোর্টে কি আছে। পরিবারের পাশে আছে কলকাতা পুলিশ, জানালেন মুরলীধর শর্মা।
West Bengal News Live Updates: মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে ফের আরজি কর হাসপাতালে কলকাতা পুলিশের কমিশনার
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে ফের আরজি কর হাসপাতালে কলকাতা পুলিশের কমিশনার।
WB News Live Updates: RG কর কাণ্ডের জের, আজও জেলায় জেলায় হাসপাতালে চলছে প্রতিবাদ
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের জের। আজও জেলায় জেলায় হাসপাতালে চলছে প্রতিবাদ।