WB News Live Updates: রাজ্যে কমল করোনা সংক্রমণ, ১ দিনে নতুন করে আক্রান্ত ৫৮৩
West Bengal News Live Update: গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণার পরদিনই তিনদিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Background
সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে (West Bengal) আরও একজন সন্দেহভাজন ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ মিলল। বাংলাদেশ ফেরত ওই ব্যক্তি ভর্তি আছেন বেলেঘাটা আইডি-তে (Beleghata ID Hospital)। ৩০ ছাড়াল ভারতে ওমিক্রন আক্রান্তের (Omicron Affected) সংখ্যা। কলকাতায় (Kolkata) করোনায় সংক্রমণের (West Bengal Corona) হার ৫ দশমিক তিন আট শতাংশ। যেখানে সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেখানে বিভিন্ন জমায়েতে নিষেধাজ্ঞা জারির জন্য নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (Union Minister)।
ওমিক্রন আক্রান্ত (Omicron Affected) সন্দেহে ব্রিটেন ফেরত ১৮ বছরের তরুণীকে আগেই বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছিল। এই পরিস্থিতিতে খোঁজ মিলল আরও এক সন্দেহভাজনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার বারাসতের বাসিন্দা ৭৬ বছরের এক ব্যক্তি সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছেন।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, পেট্রাপোল সীমান্তে ওই ব্যক্তির করোনা টেস্ট পজিটিভ হয় (Corona Positive)। তাঁকে বেলেঘাটা আইডিতে (Beleghata ID) ভর্তি করা হয়েছে। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) করোনায় আক্রান্ত হয়েছেন ৬১০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। এই প্রেক্ষাপটে সতর্ক করে সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। সেই চিঠির সঙ্গে পাঠানো অ্যানেক্সচারে জানানো হয়েছে, গত ২ সপ্তাহে RTPCR টেস্টের ভিত্তিতে কলকাতায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক তিন আট শতাংশ।
এই চিঠিতে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হবে। যে সমস্ত জেলায় সংক্রমণ বাড়ছে, সেখানে দ্রুত পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে স্থানীয়ভাবে কনটেনমেন্ট জোন করতে হবে। যেখানে যেখানে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেখানে নাইট কার্ফু (Night Carfew) জারি করতে হবে। হাসপাতালে বাড়াতে হবে আইসিইউ বেড (ICU Bed)। অক্সিজেনের জোগান পর্যাপ্ত রাখতে হবে। নিয়ন্ত্রণ রাখতে হবে মানুষের গতিবিধির উপর। সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদন, পঠনপাঠন, সাংস্কৃতিক, ধর্মীয় - কোনও ক্ষেত্রেই জমায়েত করা যাবে না। বিয়ে ও শেষকৃত্যে মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। করোনা টেস্ট বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে। কেন্দ্রের গাইডলাইন মানা হচ্ছে কি না, তাও নিয়মিত জানাতে বলা হয়েছে।
অন্যদিকে, দিল্লিতে (Delhi) ওমিক্রন আক্রান্ত (Omicron) দ্বিতীয় রোগীর হদিশ মিলেছে। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত হয়েছে ৩ বছরের শিশু। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, শনিবারের পর রবিবারও মুম্বইয়ে ১৪৪ ধারা জারি রাখা হচ্ছে।
WB News Live Updates: দু-সপ্তাহে কলকাতায় করোনা সংক্রমণের হার ৫.৩৮ শতাংশ
দু-সপ্তাহে কলকাতায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক তিন আট শতাংশ। কেন্দ্রের এই তথ্য নিয়েই তুঙ্গে তরজা। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই এই অবস্থা। মন্তব্য বিশেষজ্ঞদের একাংশের। কলকাতা ভাল অবস্থায় থাকলেও, তা অন্যভাবে দেখানো হচ্ছে। অভিযোগ রাজ্যের শাসকদলের।
WB News Live Updates: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনে তরুণকে খুনের অভিযোগ
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনে তরুণকে খুনের অভিযোগ। ধৃতদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এলাকা থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত শাবল, কাটারি ও কোদাল। ধৃতদের কড়া শাস্তি দাবি করেছে তরুণের পরিবার।






















