West Bengal News Live Updates: দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আগামী সোমবার দার্জিলিং যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার দার্জিলিঙে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ শুভেন্দুর।
রাজ্যকে না জানিয়ে জলছাড়ার প্রতিবাদ। দুর্গাপুর ব্যারেজের পর আগামী ১১ অক্টোবর পাঞ্চেত ও মাইথন ড্যাম ঘেরাওয়ের ডাক তৃণমূলের।
নাগরাকাটা, কুমারগ্রাম-- বিজেপি সাংসদ, ২ বিধায়কের ওপর হামলাকাণ্ডে সব মিলিয়ে ধৃত ৫। FIR-এ নাম থাকা ১৬ জনই অধরা। তুঙ্গে তরজা।
উত্তরবঙ্গে বিজেপি সাংসদ, বিধায়কদের ওপর হামলার পিছনে কারণ কী? CBI ও NIA তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা। শুনানি ১৪ অক্টোবর।
আগরতলায় তৃণমূলের অফিস ভাঙচুরের নতুন ছবি-ভিডিও হাতে। দাবি কুণাল ঘোষের।অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা। বিকেলে রাজভবনে গিয়ে দেওয়া হবে ডেপুটেশন।
ত্রিপুরায় বীরবাহা হাঁসদার জন্মদিন পালন, কটাক্ষ বিজেপির। আদিবাসীরা কেক খাবে না, প্রশ্ন মন্ত্রীর। কলকাতা বিমানবন্দরে কেক খেয়েছিলেন, কোথায় জন্মদিন? প্রশ্ন কুণালের।
SIR শেষ হলে তিন মাস পরেই ভোট। কোলাঘাটে ২ দফার বৈঠকে SIR নিয়ে প্রস্তুত থাকতে জেলায় আধিকারিক ও BLO-দের নির্দেশ কমিশনের, খবর সূত্রের।
একই দিনে মুর্শিদাবাদ থেকে ৬ জন বাংলাদেশি গ্রেফতার। মিলেছে বাংলাদেশের ফোন, সিম কার্ড। দিল্লির বিভিন্ন এলাকায় পুলিশের হাতে গ্রেফতার ২৮ জন বাংলাদেশি।
বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে ১১ টি পার্শ্বশিক্ষক সংগঠনের শিয়ালদা থেকে নবান্ন অভিযান। ধর্মতলার আগেই আটকানো হল মিছিল। ডেপুটেশনের দাবিতে রাস্তায় বিক্ষোভ।
দুর্যোগে তছনছ ডুয়ার্সের ৪০টি চা বাগান। নষ্ট হাজার হাজার চা বস্তা। শ্রমিক বস্তিতে ধস। ধুয়ে গেছে ৪০০ হেক্টর জমি। ক্ষতির পরিমাণ ১০০ কোটি, দাবি বাগান মালিকদের।
দুর্যোগের পাঁচদিন পর মিরিকের ধারাগাঁও গ্রামে ধ্বংসের ছবি। গ্রামের একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। মৃত্যু হয়েছে কয়েকজনের। গ্রামজুড়ে এখনও আতঙ্ক।
জলপাইগুড়ির ধুপগুড়িতে আস্ত গ্রাম ধুয়েমুছে সাফ। চাষের জমিতে পাথর। মাথায় হাত বাসিন্দাদের।
উত্তর বঙ্গোপসাগরে কাল ফের ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা। দক্ষিণ বাংলাদেশের কাছে আগেই থাকা ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরে কাল থেকে কমবে বৃষ্টি।
West Bengal News Live: বিহারের পর এবার এ রাজ্যে SIR-এর পালা, রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম
বিহারের পর এবার এ রাজ্যে SIR-এর পালা। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে বৈঠক। বৈঠকে SIR নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ জেলাগুলিকে, খবর সূত্রের।
WB News Live: নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলাকাণ্ডে মোট গ্রেফতার ৫
খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলায় গ্রেফতার আরও ১। নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলাকাণ্ডে মোট গ্রেফতার ৫।






















