West Bengal News Live: রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
ভোট চুরির অভিযোগের জবাব কমিশনের। লিখিত না জানিয়ে অভিযোগ তোলা সংবিধানের অপমান। কমিশন কাউকে ভয় পায় না। বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের।
পশ্চিমবঙ্গে SIR কবে? আলোচনা করে সিদ্ধান্ত। জানাল কমিশন।
ভোটার তালিকায় বাড়ির নম্বর শূন্য। অভিযোগের জবাব কমিশনের। সবার বাড়ির নম্বর থাকে না। অনেকে গৃহহীন। সবার ভোটাধিকার দেয় কমিশন। মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের।
SIR বিতর্কের মধ্যেই বিহারে পথে নেমে বিজেপি, কমিশনকে নিশানা রাহুল গান্ধীর। ভোট চুরি করছে বিজেপি। বিহারেও SIR-এ একই ছক। অসম, বিহার, হোক কিংবা বাংলা, ভোট চুরি করতে দেব না। হুঙ্কার রাহুলের।
SIR-এর প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল ঘিরে রণক্ষেত্র খানাকুল। তৃণমূল- বিজেপি সংঘর্ষে আহত উভয় পক্ষের কয়েকজন। থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও।
SIR জল্পনার মধ্যেই ফের ভূতুড়ে ভোটারের সন্ধান। হাওড়ার ১৩ নম্বর ওয়ার্ডে ৪৫ মৃত ভোটারের নাম তালিকায়। কাটতে বললেও হয়নি। অভিযোগ মৃতদের পরিবারের। তৃণমূল-বিজেপি চাপানউতোর।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল। তৃণমূলের বাইক মিছিলে হামলার অভিযোগ বিজেপির। মিছিল থেকে পার্টি অফিস ভাঙচুরের পাল্টা অভিযোগ বিজেপির। তুঙ্গে চাপানউতোর।
জেলাশাসকের সামনেই ডিএফও-কে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। (AMBI) -- আমার সঙ্গে পরামর্শ করা হয়নি। আমাকে হারানোর চক্রান্ত।
ডিএফও-কে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। ভিডিও পোস্ট করে শাসক দলকে নিশানা শুভেনদু অধিকারীর। সাধারণ মানুষের জন্য করেছি। ক্ষমা চেয়েও সাফাই নরেন্দ্রনাথের।
মেদিনীপুরের পর ভাঙড়। ফের ফুটবল ম্যাচে অশান্তি। রেফারিকে লাথির পর এবার শিক্ষককে কিল চড় ঘুসি। অভিযুক্ত সওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা। মন্তব্যে নারাজ শাসক নেতা।
কামারহাটিতে মদ্যপানের প্রতিবাদ ও চাঁদা না দেওয়ায় যুবককে মারধরের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিংহ-সহ আরও ৩।
কোচবিহারে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন কাণ্ডে গ্রেফতার। সাত দিনের মাথায় পুলিশের জালে বিনয় রায়। ধৃত শার্প শ্যুটার। দাবি পুলিশের। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি।
২২ অগাস্ট তিনটি মেট্রোর রুটের উদ্বোধনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ। চিঠি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
নিউ গড়িয়া স্টেশনে থামে ফাটলের জের। দক্ষিণেশ্বর নিউ গড়িয়া রুটে মেট্রোর পরিকাঠামো সংস্কারে ডাকা হল টেন্ডার। ৯ মাসের মধ্যে কাজ শেষের টার্গেট।
সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির কিনারা। পুলিশের জালে মহিলা ফেরিওয়ালা। পদ্মশ্রী-সহ চুরি যাওয়া ২৯৫টি পদক উদ্ধার।
বিনিয়োগে বিপুল লাভের টোপ দিয়ে প্রতারণা। কলকাতা পুলিশের জালে নিউ ব্যারাকপুরের যুবক। ৬৪ লক্ষ হাতিয়ে নেওয়ার অভিযোগ। নেপথ্যে বড় চক্র? তদন্তে পুলিশ।
রাতে বাইকে পাড়ায় ঘোরায় আপত্তি! বারুইপুরে বাইক থামিয়ে চাবি কেড়ে নেওয়ায় বচসা। যুবককে কুপিয়ে খুন। পলাকত অভিযুক্ত স্থানীয় ৩ যুবক।
West Bengal News Live: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে এক্স হ্যান্ডলে কী লিখলেন মহুয়া মৈত্র?
দয়া করে ধরে নেবেন না যে, আমাদের বুদ্ধমত্তা বিজেপি ক্যাডারদের সমান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে এক্স হ্যান্ডলে লিখলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের অভিযোগ, মুখ্যনির্বাচন কমিশনারের এদিনের সাংবাদিক বৈঠক - উদ্ভট ও হাস্যকর।
WB News Live: অটোতে চড়েছেন? কিন্তু সেই অটো ফিট তো? ফিটনেসের শংসাপত্র থাকলেও চিন্তার যথেষ্ঠ কারণ আছে
অটোতে চড়েছেন? কিন্তু সেই অটো ফিট তো? ফিটনেসের শংসাপত্র থাকলেও চিন্তার যথেষ্ঠ কারণ আছে। কারণ টাকা দিলেই এ রাজ্যের অটো ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে ভিন রাজ্য থেকে। গত ৩ মাসে কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতেই এমন সাড়ে ৬ হাজার অটোর সন্ধান পেয়েছে রাজ্য পরিবহণ দফতর।






















